ইউটিউবে দুর্নীতিবাজদের কথা!
১৩ মে ২০১৪বার্তা সংস্থা ডিপিএ-কে ইন্দোনেশিয়ার দুর্নীতি দমন কমিশনের মুখপাত্র জোহান বুডি জানান, মামলার শুনানির সময় অভিযুক্তরা জেরার মুখে যেসব কথা বলেন সেসব ইউটিউবে শেয়ার করার কথা বিবেচনা করছে কমিশন৷ জাকার্তা পোস্টকে তিনি বলেন, ‘‘স্বচ্ছতার স্বার্থে, অর্থাৎ জনগণকে জাকার্তার দুর্নীতি দমন আদালতে চলমান সব মামলার অগ্রগতি সম্পর্কে জানানোর জন্যই এ পদক্ষেপ নেয়ার কথা ভাবা হচ্ছে৷''
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)-এর প্রতিবেদন অনুযায়ী দুর্নীতি দমনে ইন্দোনেশিয়া বেশ সফল৷ বিশ্বের ১৭৭টি দেশের মধ্যে তারা এখন ১১৪ নম্বরে৷ গত ১১ বছরে দেশটির দুর্নীতি দমন কমিশন সাবেক মন্ত্রী, গভর্নর, সংসদ সদস্য, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান, ব্যবসায়ীসহ কারো বিরুদ্ধেই কঠোর হতে পিছপা হয়নি৷ দুর্নীতিতে জড়ানোর অভিযোগ পেলে কমিশন যে কোনো ব্যক্তিকে আটক করতে পারে৷
ইউটিউবে ভিডিও শেয়ার করে জাকার্তার সহকারি গভর্নর বাসুকি ত্জাহাজা পুরনামা ইতিমধ্যেই খুব আলোচিত৷ তাঁর অফিস থেকে প্রতিদিনই কোনো না কোনো ভিডিও শেয়ার করা হয়৷ গুরুত্বপূর্ণ অনেক সভার দৃশ্যই থাকে সেখানে৷ প্রায়ই দেখা যায়, ভালোভাবে কাজ না করায় পুরনামা তাঁর কোনো অধস্তনকে আচ্ছামতো বকছেন!
এসিবি/জেডএইচ (ডিপিএ)