1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্নীতিতে ৬৪তম স্থানে বাংলাদেশ

২৩ জানুয়ারি ২০১৪

বিশ্বের ১২৯টি দেশের দুর্নীতি পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জার্মানির ব্যার্টেলসমান ফাউন্ডেশন৷ সেখানে বাংলাদেশ আছে ৬৪তম স্থানে৷

https://p.dw.com/p/1AvUM
Secrets of Transformation Basisteaser The Index Englisch

প্রতিবছরের মতো এবারও দুর্নীতি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্যার্টেলসমান ফাউন্ডেশন৷ এই ফাউন্ডেশনের ট্রান্সফরমেশন ইনডেক্স (বিটিআই) অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতি হয় ভারতে৷ তালিকায় ভারত আছে ২৬তম স্থানে৷ বাংলাদেশের অবস্থা তার তুলনায় বেশ খারাপ৷ ভারত যেখানে ৭ দশমিক ১৯ পয়েন্ট নিয়ে ৩০টি দেশের মধ্যে স্থান করে নিয়েছে, বাংলাদেশ ৫ দশমিক ৬৯ পয়েন্ট নিয়ে পেয়েছে ৬৪তম স্থান৷ ভুটান বাংলাদেশের ঠিক আগে৷ ৬৩তম স্থান নিশ্চিত করেছে তারা ৫ দশমিক ৭০ পয়েন্ট নিয়ে৷

দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা রয়েছে ৬৭তম স্থানে (পয়েন্ট ৫.৫৭), নেপাল ৯৯তম স্থানে (৪.৩৭) আর পাকিস্তান রয়েছে ১১২তম স্থানে (৩.৭০)৷ পাকিস্তানের প্রতিবেশী দেশ আফগানিস্থানের অবস্থা যথারীতি এ অঞ্চলের মধ্যে সবচেয়ে খারাপ৷ তালিকায় তাদের নাম লেখা আছে ১২২তম স্থানে৷

Hauke Hartmann Bertelsmann Stiftung Porträt
ব্যার্টেলসমান ফাউন্ডেশনের হাউকে হার্টমানছবি: Bertelsmann Stiftung

এর আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ২০১৩ সালের প্রতিবেদনেও এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সবচেয়ে নীচে ছিল আফগানিস্তান৷ সেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছিল ১৭৭টি দেশকে নিয়ে৷ সেখানে বাংলাদেশ ছিল ১৩৬তম স্থানে৷

ব্যার্টেলসমান ফাউন্ডেশনের দুর্নীতি বিষয়ক প্রতিবেদন অনুযায়ী, ১২৯টি দেশের মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় আছে তাইওয়ান৷ এশিয়ার দেশগুলোর মধ্যে সিঙ্গাপুরের অবস্থা যতটা ধারণা করা হয়, ঠিক তত ভালো নয়৷ সিঙ্গাপুর আছে ২৪তম স্থানে৷ ইন্দোনেশিয়া (৩৫), ফিলিপিন্স (৩৬), মালয়েশিয়া (৪৩) আর থাইল্যান্ডের (৬১) অবস্থাও ভারত আর ভুটানের চেয়ে খারাপ, তবে বাংলাদেশের চেয়ে ভালো৷

এসিবি/ডিজি (ব্যার্টেলসমান ফাউন্ডেশন, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য