ইউরো ২০১২
৩১ মে ২০১২ছবিটা এভাবে দেখা যাক৷ একদিকে ইউক্রেন আর অন্যদিকে পোল্যান্ড৷ পোল্যান্ডের বিষয়ে তবু দু'চারটে ভালো কথা বলা যায়৷ তাদের প্রস্তুতি অনেকটাই বেশ চোখে পড়ার মত৷ ইউরোকাপের খেলা হবে যে নতুন স্টেডিয়ামে, সেটা তৈরি করা হয়েছে ঝাঁ চকচকে করে৷ দারুণ তার চেহারা৷ খরচ করা হয়েছে ৪.৩ বিলিয়ন পোলিশ মুদ্রা স্লটি৷ ডলারের হিসেবে ১.২ বিলিয়ন ডলার৷ রাজধানী ওয়ারশ-এর সেন্ট্রাল ট্রেন স্টেশন, যেটা আগে ছিল মাতাল আর ভবঘুরেদের আড্ডা, আর রাজ্যের আজেবাজে সস্তা দোকানের আখড়া, সেটাকেও একেবারে নতুন চেহারা দেওয়া হয়েছে৷ পুলিশ আর ভলান্টিয়াররা প্রাণপণে ইংরেজি ভাষা শিখছে সারাক্ষণ, কারণ বিদেশি অতিথিদের সঙ্গে তো কথা বলতে হবে তাদের! ইত্যাদি প্রভৃতি৷
কিন্তু তুলনায় ইউরোকাপের আরেক আয়োজক দেশ ইউক্রেনের অবস্থা যাকে বলে নাকের জলে চোখের জলে৷ ইউরো ২০১২-র আয়োজক প্রধান বরিস কোলেসনিকভ সাংবাদিক সম্মেলনে ঢাক পিটিয়ে বলেছেন, আমরা পুরোপুরি তৈরি৷ স্টেডিয়ামের কাজ শেষ, হোটেলগুলো তৈরি, রাস্তাঘাট সহ যাবতীয় পরিকাঠামো চমৎকার, ইত্যাদি৷
কিন্তু আসল ছবি? সেটাই হল প্রশ্ন৷ আধ বিলিয়ন ডলার খরচ করে তৈরি করা প্রধান স্টেডিয়ামের খাঁচাখানা দাঁড়িয়েছে বটে, কিন্তু বাকি পরিকাঠামোর কোথাও কোন চিহ্ন নেই৷ হোটেলগুলো তৈরি করার কাজ শেষ হয়েছে কিন্তু সেখানে বালি, চুন আর ডেব্রিসের ডাঁই৷ আরও বিপদে কথা হল পথঘাট৷ স্টেডিয়াম থেকে রাজধানী কিয়েভের ফ্যান জোনের দূরত্ব গাড়িতে আধঘণ্টা৷ কিন্তু বেজায় ট্র্যাফিকের কল্যাণে সেখানে পৌঁছতে সময় লাগবে ঝাড়া দেড় ঘণ্টা৷ ফলে ফ্যানেদের পক্ষে সেই ফ্যানজোনে গেলে আর স্টেডিয়ামে ফেরাটা সমস্যাসংকুল৷ আর যেটা সবচেয়ে মজার বিষয় তাহল ইংরেজি ভাষা৷ পুলিশ থেকে শুরু করে ভলান্টিয়ার, দোকানদার, হোটেলওয়ালা সকলেই ইংরেজি শিখছে বটে, কিন্তু কাউকে ইংরেজিতে এয়ারপোর্টের রাস্তা কোনদিকে এ প্রশ্ন করলে উত্তর আসছে ডাক্তারখানার ঠিকানা৷ তাছাড়া পুলিশকে ইংরেজি বলায় সহায়তা করতেও কিছু স্বেচ্ছাসেবক লাগানো হয়েছে৷ কিন্তু পরিস্থিতি তেমন সুবিধের যে, একথা বলা যায় না৷
পরিস্থিতি যে ঘোরতর অসুবিধের, এ অভিযোগ অবশ্যি বিরোধীরাও করে চলেছে৷ পোল্যান্ডের বিরোধী দলগুলো তো উঠেপড়ে লেগেছে গোটা দুনিয়াকে জানাতে যে ইউরোকাপের পরিকাঠামোর কী গভীর দুর্দশা৷ তাদের দাবি, প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্কের সরকার আসল সময়ে লোক হাসাবে৷ চরম অসুবিধেতে পড়বেন ফুটবল ফ্যানেরা৷ ট্রেন চলাচল থেকে রাস্তাঘাট, কিছুই নাকি ঠিকঠাক হয়ে ওঠেনি৷ আর ইউক্রেনের অবস্থা এতটাই গভীর গাড্ডায় যে আগাম যেসব সাংবাদিকরা সেদেশে ব্যবস্থা খতিয়ে দেখতে গেছেন, তাঁরা নিজেরাই প্রায় দিশেহারা৷
দিন বেশি বাকি নেই৷ আগামী ৮ জুন থেকে শুরু হবে ইউরোকাপের খেলা৷ ইউক্রেন আর পোল্যান্ড, এই দুই দেশের সামনেই তাই এখন অগ্নিপরীক্ষা বললে ভুল হবে না৷
প্রতিবেদন: ডিপিএ / সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: সঞ্জীব বর্মন