1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো ২০১২

১৯ মে ২০১২

সার্ডিনিয়ায় স্ত্রী কি বান্ধবী, এমনকি পুত্র-কন্যারাও সঙ্গে যেতে পেরেছিল৷ এবার দক্ষিণ ফ্রান্সে পৌঁছনোর পর কোচ ইওয়াখিম ল্যোভ ও তাঁর খেলোয়াড়দের নজর স্রেফ ৯ই জুনের প্রথম খেলার দিকে৷

https://p.dw.com/p/14ypL
Bundestrainer Joachim Löw (hinten) beobachtet am Montag (14.05.2012) die Nationalspieler Cacau (l-r), Lars Bender, Per Mertesacker und Julian Draxler im Stadion Andrea Corda in Abbiadori auf der italienischen Insel Sardinien während des Trainings der deutschen Nationalmannschaft. Die deutsche Fußball-Nationalmannschaft bereitet sich an der Costa Smeralda auf Sardinien auf die EM 2012 vor. Foto: Marcus Brandt dpa
Training Nationalmannschaftছবি: picture-alliance/dpa

কান, যেখানে চলচ্চিত্র উৎসব চলেছে, সেখান থেকে গাড়িতে মাত্র ২০ মিনিট৷ জায়গাটির নাম তুরেৎস, যেখানে পাহাড় আর বেলাভূমির মধ্যে একটি আনকোরা নতুন ট্রেনিং'এর মাঠ সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র জার্মান দলটির জন্য৷ ল্যোভ শুক্রবার সেখানে পৌঁছন প্রাথমিক কাডারের মাত্র ১৭ জনকে নিয়ে৷ রবিবার মাদ্রিদ থেকে যোগ দেবেন মেসুত ওয়েজিল ও সামি খেদিরা৷ বায়ার্নের খেলোয়াড়দের জাতীয় কাডারে যোগ দিতে আরো কিছুটা সময় লাগবে৷

দলের ‘ওল্ডি' হলেন মিরোস্লাভ ক্লোজে৷ ৩৩ বছর বয়স৷ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ আর বিশ্বকাপ মিলিয়ে চারটি বড় মাপের টুর্নামেন্ট দেখেছেন৷ ১৪৪ বার জার্মানির হয়ে খেলেছেন৷ ফরোয়ার্ডে প্রতিদ্বন্দ্বী বায়ার্নের মারিও গোমেজ'কে নিজেই প্রশংসা করা সত্ত্বেও ক্লোজে গভীর আস্থার সঙ্গে বলেছেন: ‘‘ফিট থাকলে আমিই প্রথম খেলাটায় নামব বলে আমার ধারণা৷'' যে প্রথম খেলা আবার পোর্তুগালের বিরুদ্ধে৷ যাই হোক, টুরেৎস থেকেই ল্যোভ'এর মন্তব্য: ‘‘আমাদের কিরকম প্রতিভাধর খেলোয়াড় আছে, এবং পিচে কি দুর্ধর্ষ গতিতে খেলা হচ্ছে, সেটা যখন দেখি, তখন মনে হয়, আমাদের অবস্থা ভালোই৷''

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী (ডিপিএ)
সম্পাদনা: রিয়াজুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য