1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোকাপ

৩ জুন ২০১২

চারদিকে কথাবার্তা এখন ইউরোকাপ নিয়েই৷ সব দেশই চায় জিততে৷ কিন্তু জার্মানির জন্য সবচেয়ে বেশি সম্ভাবনা দেখছেন কোচ ইওয়াখিম ল্যোভ স্বয়ং৷

https://p.dw.com/p/157Dt
Bundestrainer Joachim Löw stellt am Dienstag (29.05.2012) Hütchen auf im Training auf einem Fußballplatz in Tourrettes (Frankreich) in der Nähe von Cannes. Die deutsche Fußball-Nationalmannschaft bereitet sich in einem Trainingslager in Südfrankreich auf die EM 2012 vor. Foto: Andreas Gebert dpa
ছবি: picture-alliance/dpa

জার্মান জাতীয় দলের কোচ ইওয়াখিম ল্যোভ মনে করেন, এবারের ইউরোকাপের সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে জার্মানির৷ কারণ হিসেবেও একাধিক বলিষ্ঠ যুক্তি দেখাচ্ছেন তিনি৷ যেমন, জার্মান জাতীয় দলটা, যেটা এবারের ইউরোকাপের লড়াই লড়তে পোল্যান্ডের গদানস্কের দিকে যাত্রা করবে সোমবারেই৷ আর দলের সঙ্গে থাকা কোচ ল্যোভ বেশ আশাবাদী নিজের দলটাকে নিয়ে৷

২০০৬ সালে জার্মানির জাতীয় দলের কোচের দায়িত্ব নেন ল্যোভ৷ সেবার জার্মানিতেই ছিল বিশ্বকাপ৷ অনেকটা গিয়েও সেবার শেষরক্ষা হয়নি জার্মানির৷ তৃতীয় হয়েই তারা সেবার যাত্রা শেষ করে৷ তারপরে ২০১০ এর বিশ্বকাপের শিরোপা নিয়ে যায় স্পেন৷ সেমি ফাইনালে স্পেনের কাছেই হেরে যায় জার্মানি সেবার৷ ভালো খেলছিল জার্মানি, কিন্তু সেরার শিরোপা জোটেনি৷ আর ২০০৮ সালের ইউরোকাপের ফাইনালে উঠেও সেই একই স্পেনের কাছে হেরে যায় জার্মানি৷

সুতরাং এবারের ইউরোকাপের সেরার শিরোপার জন্য যাকে বলে ছটফট করছেন কোচ স্বয়ং৷ তা নাহলে, মান সম্মান থাকবে না তাঁর৷ তাছাড়া প্রতিবারেই স্পেন হয়ে উঠছে জার্মানির শেষ ফাঁড়া৷ তাই কোচের দৃঢ় আত্মবিশ্বাসী মন্তব্য, ‘স্পেনকে হারাতেই হবে৷'

Bundestrainer Joachim Löw (hinten) beobachtet am Montag (14.05.2012) die Nationalspieler Cacau (l-r), Lars Bender, Per Mertesacker und Julian Draxler im Stadion Andrea Corda in Abbiadori auf der italienischen Insel Sardinien während des Trainings der deutschen Nationalmannschaft. Die deutsche Fußball-Nationalmannschaft bereitet sich an der Costa Smeralda auf Sardinien auf die EM 2012 vor. Foto: Marcus Brandt dpa
কোচের তত্বাবধানে দলের প্রশিক্ষণ চলছেছবি: picture-alliance/dpa

এবারের জার্মান জাতীয় দলের প্রসঙ্গে প্রশ্নের জবাবে ল্যোভ জানাচ্ছেন, দলের সব খেলোয়াড়রাই তরুণ প্রজন্মের৷ এই ইউরোকাপের সবচেয়ে তরুণ দল এটাই৷ গড় বয়স ২৪.৪ বছর৷ আর ল্যোভের মতে, জার্মানির সবচেয়ে প্রতিভাবান অথচ তরুণ ফুটবল স্কোয়্যাড এটাই৷ তবে তারুণ্যের আরেকটা দিক হল অভিজ্ঞতার অভাব৷ সে প্রসঙ্গে প্রশ্নের জবাবে, ল্যোভ বলছেন, জাতীয় স্তরে প্রায় সকলেই বেশ কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে ফেলেছে তাঁর ছেলেরা৷ কয়েকজনের আবার আন্তর্জাতিক মানের ফুটবল খেলার অভিজ্ঞতাও কিছু কম নয়৷

১৯৯৬ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতেছিল জার্মানি৷ কোন বড়মাপের প্রতিযোগিতায় সেটাই ছিল জার্মানির শেষ উল্লেখযোগ্য কৃতিত্ব৷ তাহলে, ১৯৯৬ এর পর এবার ২০১২? ল্যোভের জবাব, এখানেই থামতে রাজি নন তিনি৷ যে প্রতিভাবান দল তাঁর হাতে রয়েছে, তা দিয়ে আরও চমৎকার দেখানোই যায়৷

তা যেতেই পারে৷ তবে আপাতত ইউরোকাপটা ঘরে আসুক, তারপরে অন্য ভাবনা৷ জার্মানির সমর্থকরা বোধহয় তেমনটাই ভাবছেন৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় (ডিপিএ)

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য