রেয়াল মাদ্রিদ
২৪ এপ্রিল ২০১২রেয়ালের আসল লড়াইটা কার সঙ্গে? এ প্রশ্নের উত্তর বালকেরাও দিব্যি জানে৷ আর উত্তরটা হল, বার্সা বা বার্সেলোনা৷ এই মুহূর্তে এই গ্রহের সবচেয়ে দামী ফুটবল ক্লাব রেয়াল মাদ্রিদ যাই করুক না কেন, তাদের সব সময়ে খেয়াল রাখতে হয়, বার্সেলোনাকে টক্কর দেওয়া গেল নাকি গেল না! এই তো শনিবারে নোউ ক্যাম্পে বার্সার মুখোমুখি হয়ে রেয়াল ২-১ ফলাফলে জিতেছে৷ তারপর থেকে দল এবং কোচ দুইই ভুগছে আর ভুগছেন আত্মশ্লাঘায়৷
সুতরাং বার্সেলোনার ইউরোপীয়ান মুকুট কেনই বা ছিনিয়ে নেবে না রেয়াল মাদ্রিদ? সেই উদ্যোগে এবার উঠেপড়ে লেগে গিয়েছেন জোসে মুরিনিও৷ মানে দামী ক্লাব রেয়ালের নামী দামী পর্তুগিজ কোচ৷ কারণ, এবারে লা লিগায় যে অবস্থানে রয়ে গেছে তাঁর দল, এমন কম্বিনেশন তো চট করে হয়ে ওঠে না! লিগ তালিকা বলছে, সাত পয়েন্টে এগিয়ে রয়েছে রেয়াল অন্যদের থেকে৷ অর্থাৎ এক নম্বর অবস্থানে৷ বাকি রয়েছে চারখানা ম্যাচ লা লিগার৷ সুতরাং, লা লিগার খেতাবখানা পকেটে এসেই গেছে, একথা বলা যেতে পারে৷ তাহলে আর কেনই বা ইউরোপের সেরার মুকুটের জন্য ঝাঁপ দেবে না রেয়াল?
সামনের মাসে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচ খেলা হবে মিউনিখে৷ সেটাতে পৌঁছানো এবং জেতা, এ'দুটোও কিন্তু রেয়ালের জন্য প্রয়োজন৷ আর তার জন্য দরকার অনেক কিছু৷ ভালো খেলা, ধৈর্য আর একেবারে যাকে বলে মেশিনের মত ঠান্ডা মাথা৷
আর এই জায়গাটাতেই রেয়ালের নামীদামী কোচকে নিয়ে দলের বেশ সমস্যা৷ মুরিনিও কোচ হিসেবে মন্দ নন৷ কিন্তু ব্যক্তি হিসেবে একটু গোলমেলে৷ বিশেষ করে সাংবাদিক সম্মেলনে বিস্তর ঝামেলা পাকাতে ওস্তাদ বললে কম বলা হবেনা৷ প্রায় সব জায়গাতেই দেখা যায়, তিনি প্রতিপক্ষের সম্পর্কে এমন সব মন্তব্য করে বসেন, যাকিনা মিডিয়ার মশলায় মেখেজুখে বেশ ঝামেলা বাড়ায় রেয়ালের জন্য৷ অতীতে প্রায়শই এমন সব ঘটনা ঘটেছে৷
সে কারণেই মুরিনিও নন, রেয়াল এখন সাংবাদিক সম্মেলন গুলোতে দুই নম্বর কোচ আইটর কারানকা-কে পাঠাচ্ছে৷ যাতে, মুরিনিওর উল্টোপাল্টা মন্তব্যে ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়ে যায় বারেবারে৷ তবে, রেয়াল যখন বায়ার্নের বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে, তখন কিন্তু মুরিনিওকেই আসতে হবে সাংবাদিক সম্মেলনে৷ কারণ, উয়েফার নিয়ম সেরকমই বলছে৷ বলছে, প্রধান কোচকেই সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করতে হবে৷ তখন নিশ্চয়ই মুরিনিওই কথা বলবেন৷ কারণ, ইউরোপের সেরার মুকুট মাথায় তুলতে কোনরকমের কসুর করতে রাজি নয় এবারে রেয়াল মাদ্রিদ৷
আর রয়েছেন রেয়ালের সেরার সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ রোনাল্ডো আবার ফর্মে ফিরতে শুরু করেছেন৷ শেষ কয়েকটা ম্যাচে রোনাল্ডোর খেলায় উৎসাহিত এবং আশাবাদী রেয়ালের সমর্থককুল৷ মিডিয়াও বলছে, বার্সেলোনার বিরুদ্ধে এই মরশুমের ৫৪ তম গোলটা দেওয়ার পর থেকে রোনাল্ডো আবার শিরোনামে৷ সুতরাং, এই ফর্ম যদি রোনাল্ডো বজায় রাখতে পারেন, তাহলে আর ইউরোপ সেরা হওয়া ঠেকায় কে? আর সেই আশাতেই বুক বাঁধছে রেয়াল মাদ্রিদ৷
প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় , রয়টার্স, এপি
সম্পাদনা: সঞ্জীব বর্মন