ইউরোপে করোনায় মৃত্যু বাড়ার আশঙ্কা
১৫ সেপ্টেম্বর ২০২০বিজ্ঞাপন
‘‘এটা এমন এক সময় যখন কোনো দেশই এমন খারাপ খবর শুনতে চায় না’’- এ কথা বলে সোমবার ডাব্লিউএইচও-র ইউরোপীয় শাখার প্রধান হান্স ক্লুগে জানান, ইউরোপে আগামী অক্টোবর এবং নভেম্বর মাসে প্রতিদিন করোনায় মৃত্যুর হার বাড়বে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ তিনি জানান, ইউরোপে নতুন সংক্রমণের সংখ্যা প্রতিদিন বাড়ছে৷
করোনা ভ্যাকসিন সম্পর্কে তিনি বলেন, ‘‘আমি সবসময়ই শুনছি, ভ্যাকসিন এলেই মহামারির সমাপ্তি ঘটবে, যা একেবারেই সঠিক নয়৷’’
ক্লুগে বলেন, ভ্যাকসিন সকলের ক্ষেত্রে একইরকম কাজ করবে কিনা সেটা এখনো স্পষ্ট নয়৷ এমনও প্রমাণ পাওয়া গেছে যে, কারো ক্ষেত্রে ভালো কাজ হয়েছে, আবার অন্যদের বেলায় কোনো উপকারে আসেনি৷
এনএস/এসিবি (এএফপি, রয়টার্স)
২৯ আগস্টের ছবিঘরটি দেখুন...