1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্যোগইউরোপ

ইউরোপে শক্তিশালী ঝড় মালিকের দাপট, প্রাণহানি 

৩১ জানুয়ারি ২০২২

মালিক নামের শক্তিশালী ঝড় যুক্তরাজ্য, ডেনমার্ক, পোল্যান্ড এবং জার্মানিতে আছড়ে পড়েছে৷ এর ফলে কয়েক হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছিল৷ উপকূলীয় জলোচ্ছ্বাস আর বন্যার কারণে বন্ধ রয়েছে সেতু৷

https://p.dw.com/p/46Jld
ছবি: Owen Humphreys/AP/picture alliance

দুর্যোগের ফলে একাধিক ট্রেন বাতিল হয়েছে এবং ফেরি পরিষেবা বন্ধ করা হয়েছে৷

রোববারে ইউরোপের উত্তর অংশে আছড়ে পড়া শক্তিশালী এই ঝড়ে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস তৈরি হয়৷ এর দাপটে বাস ট্রেন চলতে পারেনি৷ এই ঝড়ের নাম জার্মানিতে নাডিয়া এবং অন্য দেশে মালিক৷ এই ঝড় একদিন আগে উত্তর সাগর এবং বাল্টিক সাগর উপকূলরেখায় হারিকেনের মতো শক্তিশালী বাতাস বয়ে এনেছিল৷

রোববার এই ঝড় পূর্ব দিকে সরে আসার সঙ্গে সঙ্গে বার্লিনের দমকল বিভাগ জরুরি অবস্থা ঘোষণা করে৷ বাসিন্দাদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়৷

একাধিক মৃত্যু

শনিবার, বার্লিনের ঠিক দক্ষিণ-পশ্চিমে ব্র্যান্ডেনবার্গ রাজ্যের বিলিৎশ শহরে এক ব্যক্তির মৃত্যু হয়৷ বিল্ড সংবাদপত্রের রিপোর্টে বলা হয়েছে, হাওয়ার দাপটে আলগা হয়ে যাওয়া নির্বাচনী পোস্টারে আঘাত পেয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির৷ আহত হন তার এক সঙ্গী৷

স্কটল্যান্ডে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬০ কিলোমিটার৷ এবারডিনে গাছ ভেঙে পড়ে  ৬০ বছরের এক নারীর মৃত্যু হয়৷

সেন্ট্রাল ইংল্যান্ডে গাছ ভেঙে নয় বছরের এক বালকের মৃত্যু হয়৷  ঝড়ের প্রভাবে ইংল্যান্ডে এক লাখ ৩০ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছিল৷ স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টুরজেন জানিয়েছেন, একাধিক জায়গায় পরিষেবা স্বাভাবিক হলেও বিদ্যুৎ সংযোগে সমস্যা রয়েছে কারণ আরও একটি ঝড় আছড়ে পড়তে পারে৷

Schweden Malmö | Sturm Malik
ছবি: Johan Nilsson/TT/picture alliance

পোল্যান্ডের রেচপোসপোলিতা সংবাদপত্র জানিয়েছে, ওয়েখেরোভো কাউন্টিতে, বাল্টিক উপকূলে গাছ পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আরও এক ব্যক্তি আহত হয়েছেন৷ পোল্যান্ডে ছয় লাখ ৮০ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে৷

চেক রিপাবলিকে একটি শিল্পাঞ্চলে ১৬ ফুটের দেওয়াল বিস্ফোরণে উড়ে যায়৷ দুই শ্রমিকের মৃত্যু হয়৷  ডেনমার্কের পুলিশ জানিয়েছে, শক্তিশালী ঝড়ের মাঝে পড়ে ৭৮ বছরের এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন৷ 

ভাসছে হামবুর্গের বাজার

হামবুর্গের সেইন্ট পওলি জেলায় মাছের বাজার ভেসে গিয়েছে৷ ভেসে গিয়েছে কয়েকটি গাড়িও ৷

উত্তর জার্মান উপকূল থেকে, একটি পণ্যবাহী জাহাজ প্রবল বাতাসের দাপটে ভেসে যায়৷ সেটি অবশ্য ফাঁকা ছিল৷

জার্মানির উত্তরাঞ্চলের নানা অংশের জন্যও বন্যা সতর্কতা জারি করা হয়েছে৷

রেল পরিবহণ ব্যাহত

ডয়েচ বান জানিয়েছে, গাছ পড়ে শ্লেসউইশ-হলস্টাইনে রেল পরিষেবা ব্যাহত হয়েছে৷ ব্রেমেনের নর্দার্ন সিটিতে দমকল বিভাগের এক মুখপাত্র জানান, হতাহতের কোনও খবর নেই৷ কিন্তু ঝড়ে গাছ ভেঙে পড়েছে একাধিক জায়গায়৷ পরিস্থিতির মোকাবেলা করতে নয়টি এলাকায় তাদের পাঠানো হয়েছিল৷

Schweden Malmö | Sturm Malik
ছবি: Johan Nilsson/TT/picture alliance

ডেনমার্কে বন্ধ জরুরি সেতু

ডেনমার্কের জাতীয় সড়ক-রেলসড়ক সংযুক্ত ওরেসুন্ড সেতু বন্ধ করা হয়েছে৷ এই সেতুর মাধ্যমে প্রতিবেশী সুইডেনের সঙ্গে যুক্ত ডেনমার্ক৷ এদিকে, ড্যানিশ দ্বীপপুঞ্জ জিল্যান্ড এবং ফিউনেনের সঙ্গে সংযোগকারী গ্রেট বেল্ট ফিক্সড লিঙ্ক সেতুও বন্ধ করা হয়েছে৷

রিৎজাউ সংবাদসংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি ফোনে সাড়া দেওয়ার জন্য প্রায় ১০ হাজার কর্মীকে রাখা হয়েছে৷

ডিআর বার্তা সংস্থা জানাচ্ছে, কোপেনহেগেনে সমস্ত আঞ্চলিক ট্রেন চলাচল স্থগিত করা হয়েছিল৷ সুইডেনের দক্ষিণাঞ্চলও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ বাল্টিক দ্বীপ গোটল্যান্ড যাওয়ার ফেরি বাতিল করা হয়৷ নরওয়েতে বাড়ি, গাড়ি ও নৌকার ব্যাপক ক্ষতির খবর মিলেছে৷

ফিনল্যান্ড জুড়ে প্রবল তুষারপাতের ফলে দেশের কিছু অংশে সড়ক দুর্ঘটনা ঘটেছে৷ সে দেশেও বাস ও ট্রেন চলাচল ব্যাহত হয়েছে৷