1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঝড়ের দাপটে বিপর্যস্ত পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স

২২ অক্টোবর ২০২১

ঝড় অররের তাণ্ডবে পোল্যান্ডে চারজনের মৃত্যু, জার্মানিতে রেল চলাচলে বিঘ্ন, ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, নেদারল্যান্ডসেও মানুষ আহত।

https://p.dw.com/p/420Y2
নেদারল্যান্ডসে ঝড়ের তাণ্ডব। ছবি: Robin Utrecht/ANP/picture alliance

বৃহস্পতিবার উত্তর ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তাণ্ডব চালাল ঝড় অরর। এর ফলে পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস-সহ বেশ কয়েকটি দেশ ক্ষতির মুখে পড়েছে।

পোল্যান্ডে মোট চারজন মারা গেছেন। তার মধ্যে একজন মারা যান তার ভ্যান ঝড়ের দাপটে উল্টে যাওয়ায়। দেওয়াল ধসে একজন মারা গেছেন। পশ্চিম পোল্যান্ডে গাছ পড়ে দুই জনের মৃত্যু হয়েছে।

বিদ্যুৎ ছাড়া লাখো মানুষ

ফ্রান্সে দুই লাখ ৫০ হাজার বাড়িতে সারারাত বিদ্যুৎ ছিল না। ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে এখনো প্রবল গতিতে হাওয়া বইছে।

জার্মানিতে অনেকগুলি রাজ্য ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। রেল চলাচল বিপর্যস্ত হয়েছে। নেদারল্যান্ডসে ঝড়ের দাপটে ঘরের টালির ছাদ উড়ে গেছে, গাছ পড়েছে। স্থানীয় মিডিয়া জানিয়েছে, অন্ততপক্ষে চারজন আহত হয়েছেন। বেলজিয়ামেও ডাচ সীমান্তের একটি শহরে ঝড়ের দাপটে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।

Deutschland | Sturm Ignatz
জার্মানিতে ঝড়ের ফলে গাড়ির উপর গাছ।ছবি: Thomas Bartilla/Geisler-Fotopress/picture alliance

জার্মানির অবস্থা

জার্মান ওয়েদার সার্ভিস(ডিডাব্লিইডি) আগে থেকেই সতর্ক করে দিয়েছিল যে, ঘণ্টায় ১০৫ কিলোমিটার গতিতে ঝড় হবে। উত্তর ও উত্তরপূর্ব জার্মানি সব চেয়ে ক্ষতিগ্রস্ত হবে। এরপরই নর্থ রাইন ওয়েস্টফালিয়া সহ অনেক জায়গায় দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়। পূর্ব জার্মানিতে অনেক রাজ্যে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে।

জার্মানিতে ট্রেনের লাইনে গাছ পড়ে গেছে। ওভারহেড লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলি এখন ঠিক করার কাজ চলছে। বস্তুত জার্মানি জুড়েই অসংখ্য গাছ পড়েছে। উত্তর-পশ্চিম জার্মানিতে একজন আহত হয়েছেন। পূর্ব জার্মানিতে একটি গাড়ির উপর গাছ পড়ে যায়। তাতে একজন আহত হন। গাড়ি থেকে বের করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্লিন চিড়িয়াখানার পশুদের ঢাকা জায়গায় নিয়ে যাওয়া হয়। একদিন চিড়িয়াখানা বন্ধ রাখা হয়।

ফ্রান্সের অবস্থা

ফ্রান্সে ঝড়ের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১৭৫ কিলোমিটার। আইফেল টাওয়ারের উপরে ঝড়ের গতিবেগ রেকর্ড করেছে মেট্রো ফ্রান্স। সেখানে ঘণ্টায় ১৫৩ কিলোমিটার বেগে ঝড় হয়েছে।

ঝড়ের ফলে বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়েছে। তিন হাজার টেকনিশিয়ান এখন পরিস্থিতি সামলাতে মাঠে নেমেছেন। ফ্রান্সে বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বিপর্যস্ত হয়েছে। কিছু জায়গায় ফ্লাশ ফ্লাড হয়েছে।

জিএইচ/এসজি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)