ইউরোপের যে শহরগুলি গানে ভরা
২৭ সেপ্টেম্বর ২০১৮ইউরোপে পাঁচটি শহর সম্পর্কে এত যে গান লেখা হয়েছে, অনেকেরই সে বিষয়ে হয়ত কোনো ধারণা ছিল না৷
ইটালির মিলান শহর শুধু ফ্যাশনের জন্যই বিখ্যাত নয়, সংগীতকেন্দ্র এবং দু-দু'টি বড় ফুটবল ক্লাবও সেখানে অবস্থিত৷ সবচেয়ে বেশি গান বাঁধা হয়েছে, ইউরোপে এমন শহরের তালিকায় মোট ৩,৮৫৪টি গান নিয়ে পঞ্চম স্থানে রয়েছে মিলান৷
নিজেদের রাজধানী শহরের সঙ্গে জার্মানদের অম্লমধুর সম্পর্ক৷ অন্তত একটি গানের কথায় তার প্রতিফলন দেখা যায় – ‘আমি বার্লিনে যাবো না’৷ তবে বার্লিনবাসীর কাছে তাদের শহর সারা বিশ্বের সেরা৷ তবে ৬,২৬৭টি গান নিয়ে বার্লিন চতুর্থ স্থানে রয়েছে৷
ইটালির রাজধানী রোম চিরন্তন শহর হিসেবে পরিচিত৷ একবার গেলে বার বার ফিরে যেতে ইচ্ছা করে৷ অনেক গানের মধ্যে তার সৌন্দর্য ও ‘লা দলচে ভিটা’-র উল্লেখ রয়েছে৷ এমনকি এলভিস প্রেসলিও রোম নিয়ে গান বেঁধেছেন৷ ১১,৮৫৯টি গান নিয়ে ইটালির রাজধানী শহর তালিকার তৃতীয় স্থান দখল করেছে৷
বহু দশক ধরে নানা ব্যান্ড ও সংগীতশিল্পী এই শহরেই থেকেছেন, কাজ করেছেন৷ অতএব বলা বাহুল্য, এই শহর নিয়ে তো তাঁরা গান বাঁধবেনই৷ যেমন অ্যাডেল লন্ডনেই জন্মগ্রহণ করেছেন৷ অথবা এড শিরান, যাঁকে এই শহরে এসে নিজেকে মানিয়ে নিতে হয়েছে৷ ব্রিটেনের রাজধানী ১৩,৮০৫টি গান নিয়ে ইউরোপীয় তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে৷
এডিট পিয়াফ তাঁর শহরকে বড় ভালোবাসতেন৷ বিষণ্ণতা ও রোমান্টিক মেজাজ নিয়ে প্যারিস সম্পর্কে বার বার গান লেখা হয়েছে৷ মার্কিন গায়িকা এলা ফিৎসজেরাল্ড-ও এমন গান বেঁধেছেন৷ ২০,০০৭টি গান নিয়ে তালিকার শীর্ষে রয়েছে প্যারিস৷ কারণ ফ্রান্সের রাজধানী প্রেম-ভালবাসার রাজধানী হিসেবেও পরিচিত৷ প্যারিস নিয়ে লেখা বেশিরভাগ গানের বিষয়ও ভালবাসা৷ সংগীতশিল্পীরা এমনকি প্যারিসের রাস্তার প্রেমেও পড়েছেন৷
মাইকে ক্র্যুগার/এসবি