ইটালির মাফিয়া চক্রের সদস্যদের দৃষ্টান্তমূলক সাজা
২১ নভেম্বর ২০২৩সোমবার ইটালির একটি আদালতে প্রায় দুইশজনকে দোষী সাব্যস্ত করে সাজা শোনানো হয়৷ তাদের বিরুদ্ধে অভিযোগ, কুখ্যাত মাফিয়া চক্র ‘এনদ্রাঙ্গেতা'-র সাথে জড়িত ছিল তারা৷
বিশ্বের অন্যতম ক্ষমতাশালী মাফিয়া চক্রদের মধ্যে একটি এই এনদ্রাঙ্গেতা৷ ইটালির এই মামলা ও তারপরের এই রায় এনদ্রাঙ্গেতার কার্যকলাপে গভীর প্রভাব ফেলবে বলে ধারণা বিশেষজ্ঞদের৷
এনদ্রাঙ্গেতার শীর্ষ দুই নেতাকে ৩০ বছরের কারাবাসের সাজা দেওয়া হয়েছে৷
কী ছিল অভিযোগ?
এই মামলায় ৩২২জন আসামীর বিরুদ্ধে লড়ছিলেন সরকারি আইনজীবীরা৷ এদের বিরুদ্ধে উঠেছিল মাদক ও অস্ত্র পাচার, চাঁদাবাজি ও মাফিয়া কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার মতো অভিযোগ৷ উল্লেখ্য, ‘মাফিয়া সংযোগ' ধারাটি ইটালির আইনের অন্তর্ভুক্ত আছে৷
ইটালির রাজনীতিক ও সাবেক অ্যান্টি মাফিয়া চিফ প্রসিকিউটার ফেদেরিকো কাফিয়েরো দে রাহো বার্তা সংস্থা এপিকে বলেন, ‘‘এই মামলা ও বিচারের গুরুত্ব অপরিসীম, কারণ প্রথমত, এনদ্রাঙ্গেতার বিরুদ্ধে মামলাটি শুধু কালাব্রিয়ার জনতাকে নয়, গোটা দেশের জনতাকেই অর্থবহ বার্তা দেয়৷ কিন্তু ইউরোপিয়ান ও বৈশ্বিক স্তরেও এর প্রভাব রয়েছে, কারণ এনদ্রাঙ্গেতা বিশ্বের অন্যতম শক্তিশালী মাফিয়া সংগঠন, যারা মাদকের গতিবিধিসহ আরো অনেক কিছুই নিয়ন্ত্রণ করে৷''
দক্ষিণ ইটালির লামেজিয়া টেরমে শহরে বিশেষভাবে স্থাপিত একটি ভবনে চলে এই মামলার বিচারের কাজ৷ বিচার চলাকালে ভবনটিতে উচ্চস্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় ৷
মাফিয়া চক্রের সাথে যুক্ত থাকার অভিযোগে ১১ বছরের কারাবাসের সাজা পান জিয়ানকার্লো পিত্তেল্লি৷ তিনি বর্তমানে ইটালিতে ক্ষমতাসীন জোটসঙ্গী দল ফরজা ইটালিয়া দলের সাবেক সদস্য৷
গোটা বিশ্বে এনদ্রাঙ্গেতার কীর্তি
দক্ষিণ ইটালির কালাব্রিয়া অঞ্চলে নিজেদের ঘাঁটি থেকে গোটা ইউরোপজুড়ে কোকেন পাচার চালায় এনদ্রাঙ্গেতা বলে মত বিশিষ্ট অ্যান্টি-মাফিয়া প্রসিকিউটরদের৷
গণপরিসরে বিভিন্ন ক্ষেত্রে এনদ্রাঙ্গেতা সদস্যদের দেখা যায়, যেমন নগর পরিষদের কার্যালয় বা আদালত বা হাসপাতালেও৷ ইটালি ছাড়াও তাদের কর্মকাণ্ড ছড়িয়ে আছে উত্তর অ্যামেরিকা, দক্ষিণ অ্যামেরিকা থেকে আফ্রিকার বিভিন্ন কোণে৷
এর আগে, এরদ্রাঙ্গেতা সদস্যদের ইউরোপের অন্যান্য জায়গা ছাড়াও ব্রাজিল ও লেবানন থেকে গ্রেপ্তার করা হয়৷
এসএস/কেএম (এপি, এএফপি)