1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইতিহাস বদলে দিল যে দিনটি

মিওদ্রাগ জরিচ/এসি১১ সেপ্টেম্বর ২০১৬

২০০১ সালের ১১ই সেপ্টেম্বর নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও ওয়াশিংটনের পেন্টাগনের ওপর আক্রমণ অভূতপূর্ব, কারণ সে আক্রমণের অস্ত্র ছিল একাধিক অপহৃত যাত্রীবাহী বিমান৷১৫ বছর পরও এর ফলশ্রুতি শেষ হয়নি, বলেন মিওদ্রাগ জরিচ-এর৷

https://p.dw.com/p/1Jz4O
নাইন ইলেভেনের ১৫ বছর পূর্তি
ছবি: DW/M. Soric

বার্লিন প্রাকারের পতন ও ঠান্ডা লড়াইয়ের অবসানের পর মার্কিন যুক্তরাষ্ট্র যেন ইতিহাস গড়ার আগ্রহ কিছুটা হারিয়ে ফেলেছিল৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যামেরিকা যে আগ্রহ-উদ্দীপনা দেখিয়েছিল, তার যেন আর বিশেষ কিছু বাকি ছিল না৷ সেই হিসেবে নাইন-ইলেভেন ছিল পার্ল হার্বার-এর পর অ্যামেরিকার উপর প্রথম আক্রমণ, বাস্তবিক ও প্রতীকী, উভয় বিচারেই৷ পার্ল হার্বার-এর মতোই নাইন-ইলেভেনের দুর্যোগ অ্যামেরিকাকে বিপর্যস্ত করে৷ অনেকেই তার জন্য প্রস্তুত ছিল না৷

সেই বিপর্যয়ের দিনটির অনুরণন কিন্তু নতুন শতাব্দীতে আজও চলেছে, সাবেক সিআইএ-প্রধান জেনারেল ডেভিড পেট্রেয়াস যেমন ডয়চে ভেলেকে ভবিষ্যদ্বাণী করেছিলেন, ‘‘সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম বহু প্রজন্ম ধরে চলবে৷'' নাইন-ইলেভেনের অব্যবহিত পরে সেটা ভাবার মতো সময় কারো ছিল না৷ প্রথম কাজ ছিল, এটা নিশ্চিত করা যে, গোটা বিশ্ব যেন অর্থনৈতিক মন্দায় নিমজ্জিত না হয়৷ রিজার্ভ ব্যাংকগুলি তাদের ভাণ্ডার খুলে দেয়, যা-তে ফললাভও হয়; শেয়ারবাজারগুলি নাইন-ইলেভেনের ধাক্কা মোটামুটি সামলে নেয়৷

পরের অধ্যায় আসে, যখন এই সস্তার টাকা সস্তার ঋণ হয়ে তামাম মার্কিনিদের কাছে পৌঁছায় ও তারা যেখানে পান বাড়িঘর কেনেন বা বানান – যা থেকে মার্কিন বাড়ি বন্ধকী বাজারের দেউলিয়া হওয়া শুরু হয়৷ সেটা ঘটে ২০০৮ সালে৷ সেখান থেকে ঋণ সংকট ইত্যাদি৷

প্রেসিডেন্ট বারাক ওবামা অন্তত তাঁর পূর্বসূরি জর্জ ডাব্লিউ বুশের ভুলের পুনরাবৃত্তি করেননি৷ ওবামা বিদেশ থেকে সৈন্যদের ফিরিয়ে এনেছেন অথবা তাদের সংখ্যা হ্রাস করেছেন৷ তা সত্ত্বেও শুধুমাত্র ইরাক থেকে পশ্চাদপসারণের জন্যই মার্কিন করদাতাদের হাজার হাজার কোটি ডলার খরচ করতে হবে৷ অথচ এই অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রের নড়বড়ে, মান্ধাতার আমলের অবকাঠামোর সংস্কারের জন্য ব্যয় করা যেত৷ যুক্তরাষ্ট্রে শিক্ষার খরচ; পাঁচ শতাংশ বেকারত্ব, যে পরিসংখ্যানে লক্ষ লক্ষ আশাহীন, হতভাগ্য, হাল ছেড়ে দেওয়া মানুষের হিসেব ধরা হয়নি৷

মিওদ্রাগ জরিচ
মিওদ্রাগ জরিচ, ডয়চে ভেলে

ওয়াশিংটনের রাজনীতিক মহল আপোশ করতে অক্ষম ও অনিচ্ছু৷ প্রেসিডেন্ট নির্বাচনে এখন হ্যামলিনের বাঁশিওয়ালারা ইঁদুর ধরার মতো ভোটার ধরছে৷

আর বাকি বিশ্ব? নাইন-ইলেভেন সকলের জীবনেই ছাপ রেখেছে৷ সকলকেই নিরাপত্তা নিয়ে মাথা ঘামাতে হচ্ছে৷ টেলিফোনে, কম্পিউটারে দেশি-বিদেশি গোয়েন্দা সংস্থার নজরদারি সহ্য করতে হচ্ছে৷ কোথাও মানবাধিকার সীমিত করা হচ্ছে, কোথাও আন্তর্জাতিক বিধিসমূহ লঙ্ঘণ করা হচ্ছে৷ কেননা নাইন-ইলেভেন হচ্ছে সেই দিন, যেদিন নয়া শতাব্দীর নতুন মটো, নতুন আদর্শ, নতুন আবহ সংগীত ধ্বনিত হয়: সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রাম!

বন্ধু, নাইন ইলেভেনের কথা মনে আছে? দিনটি নিয়ে আপনার অভিজ্ঞতা জানান, লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য