1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সৌদি আরবের বিরুদ্ধে মামলা?

১৮ মে ২০১৬

নাইন-ইলেভেন সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের সদস্যদের সরাসরি সৌদি প্রশাসনের বিরুদ্ধে মামলার পথ সুগম করে দিয়েছে মার্কিন সেনেট৷ তবে প্রেসিডেন্ট ওবামা এমন প্রস্তাবের বিরোধিতা করছেন৷

https://p.dw.com/p/1IpgY
মার্কিন সেনেট সৌদি আরবের বিরুদ্ধে মামলার পথ সুগম করে দিলোছবি: Getty Images/D. Angerer

নাইন-ইলেভেন মার্কিন মানসে যে ক্ষত সৃষ্টি করেছে, তা এত বছর পরেও শুকায়নি৷ সেই ভয়াবহ সন্ত্রাসী হামলায় জড়িতদের সিংহভাগই ছিল সৌদি আরবের নাগরিক৷ কিন্তু তাদের সঙ্গে সৌদি প্রশাসনের কোনো যোগাযোগ ছিল কিনা, সে বিষয়ে সরকারিভাবে কিছু প্রকাশ করা হয় নি৷ কিন্তু এ বিষয়ে জল্পনা-কল্পনা কম হয়নি৷ এবার নাইন-ইলেভেন সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারবর্গ সরাসরি সৌদি আরবের বিরুদ্ধে মামলার সুযোগ পেতে পারেন৷ সেনেট এই মর্মে একটি প্রস্তাব অনুমোদন করেছে৷

সংসদের দ্বিতীয় কক্ষ – হাউস অফ রিপ্রেজেনটেটিভ-ও যদি এই প্রস্তাব অনুমোদন করে, তখন প্রেসিডেন্টের অনুমোদনের প্রয়োজন হবে৷ কিন্তু মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই প্রস্তাবে সায় দেবেন – এমনটা কল্পনা করা কঠিন বলে মনে করছেন প্রশাসনের কর্তাব্যক্তিরা৷

সৌদি আরবের সঙ্গে সম্পর্ক একাধিক কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ৷ সে দেশের উপর ওয়াশিংটনের নির্ভরতাও কম নয়৷

বিরোধী রিপাবলিকান দলের সঙ্গে সৌদি প্রশাসনের গভীর অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক কারো অজানা নয়৷ তাই প্রেসিডেন্ট ওবামা-র পাশাপাশি এই দলের পক্ষেও সৌদি আরবের বিরুদ্ধে কোনো পদক্ষেপে সায় দেওয়া কঠিন৷

যাবতীয় সমস্যা সত্ত্বেও সৌদি আরবের সঙ্গে অ্যামেরিকার বিশেষ সম্পর্ক বজায় রাখা উচিত বলে করেন প্রখ্যাত সাংবাদিক ফরিদ জাকারিয়া৷

এসবি/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান