1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের নিষেধাজ্ঞা এখনই উঠবে না: বাইডেন

৮ ফেব্রুয়ারি ২০২১

তিনি পরমাণু চুক্তির আলোচনায় আগ্রহী। কিন্তু এখনই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলবেন না। জানিয়ে দিলেন বাইডেন।

https://p.dw.com/p/3p2Ib
জো বাইডেন
ছবি: Tom Brenner/REUTERS

ইরানের উপর থেকে আপাতত নিষেধাজ্ঞা তুলবে না অ্যামেরিকা। রোববার স্পষ্ট করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একটি মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন এ কথা জানিয়েছেন। তবে একই সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় তিনি আগ্রহী বলেও জানিয়েছেন বাইডেন।

অ্যামেরিকা, ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ এবং ইরানের মধ্যে পরমাণু চুক্তি সই হয়েছিল। সেখানে পরমাণু ভারসাম্য রক্ষায় স্পষ্ট কিছু নীতি নির্ধারণ হয়েছিল। ইরান যাতে পরমাণু অস্ত্রের পরীক্ষা করতে না পারে, সে দিকেও নজর রাখা হয়েছিল ওই চুক্তিতে। কিন্তু ২০১৫ সালে ট্রাম্প ওই চুক্তি থেকে অ্যামেরিকাকে সরিয়ে নেয়। ইরানও তার জেরে চুক্তি ভঙ্গ করতে শুরু করে। ট্রাম্প ইরানের উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেন। এরপর থেকে অ্যামেরিকার সঙ্গে ইরানের সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে। ইরানের সেনা জেনারেলকে বাগদাদে হত্যা করেছে অ্যামেরিকা। কিছু দিন আগে ইরানের পরমাণু বিজ্ঞানীকেও হত্যা করা হয়েছে।

এর জেরে ইরান সিদ্ধান্ত নিয়েছে, নতুন করে তারা পরমাণু পরীক্ষার প্রক্রিয়া শুরু করবে। ইরানের পার্লামেন্টে গত জানুয়ারিতে একটি বিল পাশ হয়েছে। যাতে স্থির হয়েছে, ইরান ২০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম মজুত করবে। আগে যে পরিমাণ ছিল চার শতাংশের কাছাকাছি।

বাইডেন প্রথম থেকেই ইরানের সঙ্গে নতুন করে পরমাণু চুক্তির বিষয়ে আলোচনায় আগ্রহী। কিন্তু তাঁর বক্তব্য, ইরানকে প্রথমে চুক্তিকে মান্যতা দিতে হবে। তারপরেই নতুন করে আলোচনা সম্ভব। অন্য দিকে, ইরানের বক্তব্য, অ্যামেরিকাকে প্রথমে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। তারপরেই আলোচনা সম্ভব। ইরানের সুপ্রিম লিডারও দেশের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন।

ইইউ চাইছে, অ্যামেরিকা এবং ইরান যেন নতুন করে এ বিষয়ে আলোচনা শুরু করে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)