1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিতুরস্ক

ইস্তাম্বুলে এলজিবিটিকিউ-এর মিছিল, আটক ১৫

১ জুলাই ২০২৪

মিছিলের অনুমতি দেয়নি সরকার। তা সত্ত্বেও কয়েকশ মানুষ রাস্তায় নেমেছিলেন প্রাইড ওয়াকে যোগ দিতে।

https://p.dw.com/p/4hhwE
ইস্তাম্বুলে এলজিবিটিকিউ আন্দোলন
মিছিলে কমকামীরাছবি: Emrah Gurel/AP/picture alliance

গত বছরই প্রাইড ওয়াকে নিষেধাজ্ঞা জারি করেছিল রিচেপ তাইয়েপ এর্দোয়ানের সরকার। এবার তা-ই গোড়াতেই প্রশাসন জানিয়ে দিয়েছিল, ইস্তাম্বুলে এই আয়োজন করা যাবে না। কিন্তু আয়োজকেরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তায় নেমেছিলেন। মানুষ হাতে রংধনু রঙেরপতাকা নিয়ে নেমে পড়েছিলেন রাস্তায়। তারা বাগদাদ অ্যাভেনিউয়ে মিছিল শুরুও করে দিয়েছিলেন। সেখানে প্রায় ১০ মিনিট জমায়েত চলার পরে পুলিশ মিছিল আটকায়। প্রত্য়ক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশের সঙ্গে আয়োজকদের কথা কাটাকাটি হয়। এরপর ১৫ জন আয়োজককে গ্রেপ্তার করে পুলিশ। মিছিলও বন্ধ করে দেওয়া হয়।

সাধারণত ইস্তাম্বুলের তাকসিম স্কোয়ারে অধিকাংশ মিটিং-মিছিল হয়। এদিন আগে থেকেই ওই জায়গা ঘিরে রেখেছিল পুলিশ। ফলে বাগদাদ রোডে মিছিল করেন এলজিবিটিকিউ নাগরিকেরা।

মিছিলের আয়োজকেরা ঘটনার পর জানিয়েছেন, 'প্রশাসন সমস্ত রাস্তা বন্ধ করে দিতে পারে। সকলের জীবন স্তব্ধ করে দিতে পারে। কিন্তু তারপরেও আমাদের দমানো যাবে না।'

এলজিবিটিকিউ আন্দোলন এবংপ্রাইড প্য়ারেড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তুরস্ক। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো, তা স্পষ্ট করেনি সরকার। এই ধরনের গ্রুপগুলিকে নিষিদ্ধ গ্রুপ হিসেবে চিহ্নিত করা হয় তুরস্কে। এর্দোয়ান তার বক্তৃতায় একাধিকবার বলেছেন যে, এই ধরনের আন্দোলন আসলে পারিবারিক নৈতিকতার পরিপন্থি। অথচ সমকামিতা তুরস্কে বেআইনি নয়। কিন্তু বাস্তবে দেখা যায়, এলজিবিটিকিউ কমিউনিটির উপর বার বার সেখানে অত্যাচার নেমে আসে।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)