ইহুদি যাত্রীদের বিমানে উঠতে বাধা, জরিমানা গুনলো লুফৎহানসা
১৬ অক্টোবর ২০২৪ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে ২০২২ সালের মে মাসে ইহুদি যাত্রীদের প্রতি বৈষম্যের সেই অভিযোগের মীমাংসায় মঙ্গলবার চার মিলিয়ন মার্কিন ডলার জরিমানা দিতে রাজি হয়েছে লুফৎহানসা
মার্কিন পরিবহণ দপ্তর ডিওটি জার্মান বিমানসংস্থাকে এই জরিমান করেছে৷ লুফৎহানসার কর্মীরা যাদের কানেক্টিং ফ্লাইটে উঠতে বাধা দিয়েছিলেন, তাদের প্রায় সবাই অর্থোডক্স ইহুদিদের ঐতিহ্যগত পোশাক পরা ছিলেন৷ তাদের কয়েকজন বিমান সংস্থার কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন বলেও অভিযোগ রয়েছে৷
নিউইর্য়ক থেকে ফ্রাঙ্কফুর্ট হয়ে হাঙ্গেরির বুদাপেস্টে যাচ্ছিলেন তারা৷ ডিওটির তদন্তকারীরা জানিয়েছেন, ওই যাত্রীরা সবাই একসঙ্গে ভ্রমণ করছিলেন না এবং তারা একে অপরের পরিচিতও ছিলেন না৷
ডিওটির দাবি, কয়েকজনের কথিত দুর্ব্যবহারের জন্য সবাইকে একটি গোষ্ঠী হিসেবে বিবেচনা করে কানেক্টিং বিমানে উঠতে দেয়নি লুফৎহানসা৷
লুফৎহানসা কী বলছে?
লুফৎহানসা তার কর্মীরা বৈষম্য করেছে বলে যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করে দাবি করেছে, তখন ৬০ জনের মতো যাত্রী এএফপি-২ মাস্ক পরার ক্রুদের নির্দেশনা মানতে অস্বীকৃতি জানিয়েছিলেন৷
ডিওটির দেওয়া তথ্য অনুযায়ী, বিমানসংস্থাটি জানিয়েছে, ঘটনাটি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় টানা ভুল যোগাযোগ, ভুল ব্যাখ্যা, এবং ভুল বিশ্লেষণের কারণে ঘটেছে৷
তা সত্ত্বেও লুফৎহানসা ৪ মিলিয়ান মার্কিন ডলার জরিমানা দিতে সম্মত হয়েছে৷ এর অর্ধেক সেই যাত্রীদের ইতোমধ্যে দেয়া ক্ষতিপূরণের অর্থ হিসেবে বিবেচিত হবে৷
এক বিবৃতিতে লুফৎহানসা জানিয়েছে, সেই ঘটনার পর থেকে ডিওটির তদন্তে পূর্ণাঙ্গ সহায়তা করেছে বিমান সংস্থাটি এবং এটির ম্যানেজার ও কর্মীদের জন্য ইহুদিবিদ্বেষ ও বৈষম্যরোধে একটি প্রশিক্ষণ কর্মসূচিও চালু করেছে৷
ডিওটি জানিয়েছে, জরিমানার অঙ্কটি এখন অবধি কোনো বিমান সংস্থার বিরুদ্ধে নাগরিক অধিকার লঙ্ঘনের দায়ে আদায় করা সর্বোচ্চ জরিমানা৷
মার্কিন পরিবহণ মন্ত্রী পিট বুটেজিজ বলেন, ‘‘ভ্রমণের সময় কারো বৈষম্যের শিকার হওয়া উচিত নয়৷ আজকের পদক্ষেপ এয়ারলাইন শিল্পের প্রতি এক পরিষ্কার বার্তা যে, যখনই কোনো যাত্রীর নাগরিক অধিকার লঙ্ঘিত হবে, আমরা সেটি তদন্ত এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে প্রস্তুত৷''
এআই/এসিবি (রয়টার্স, ডিডাব্লিউ সূত্র)