ইয়াঙ্গুনে ছিটকে পড়ল বিমান
৮ মে ২০১৯বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বিমানটি ছিটকে পড়ার খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি৷ ‘বৈরি আবহাওয়ার কারণে' এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ৷
‘‘একজন পাইলট, একজন বিমানবালা এবং বাকি ১৭ জন যাত্রী কিছুটা আহত হয়েছেন,'' এএফপিকে বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা৷ ‘‘বিমান বন্দরটির টার্মিনাল-৩ এর কাছাকাছি দুর্ঘটনাটি ঘটেছে৷ সেখানকার কার্গো রানওয়েতে অবতরণ করছিল উড়োজাহাজটি৷''
বিমানের ড্যাশ ৮-কিউ৪০০ উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়ে বলে বলে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢাকায় বিমানের বাংলাদেশ নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহীনা আক্তার ৷
এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, বিমানের ফ্লাইট বিজি ০৬০-এ মোট আরোহী ছিলেন ৩৩ জন৷
ছিটকে পড়া বিমানের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে৷ বাংলাদেশ, মিয়ানমার, ক্যানাডা, চীন, ভারত, ফ্রান্স ও সুইজারল্যান্ডের নাগরিক ৩১ জন যাত্রী ওই বিমানটিতে ছিলেন বলে এএফপির খবরে উল্লেখ করা হয়৷
আরো পড়ুন: হায় বিমান বাংলাদেশ!
বিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করেনি ইয়াঙ্গুন বিমান বন্দর কর্তৃপক্ষ৷ তবে তারা বলছে, প্রচুর বৃষ্টিপাতের কারণে ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত' রানওয়ে বন্ধ রাখা হয়েছে৷ এছাড়া এই বিমানবন্দরে আসতে থাকা অন্য উড়োজাহাজগুলো নাইপিদোর দিকে ফেরত পাঠানো হয়েছে৷
এমবি/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, এএফপি)