1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তর কোরিয়ার বিরুদ্ধে হামলার ইঙ্গিত

১৮ সেপ্টেম্বর ২০১৭

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে বিশ্বনেতাদের সামনে ভাষণ দিতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ উপস্থিত থাকছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীও৷ অ্যামেরিকা সে দেশের বিরুদ্ধে পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে৷

https://p.dw.com/p/2k9m5
ছবি: Reuters/U.S. Navy/Mass Communication Specialist 2nd Class Ryan U. Kledzik/Handout

উত্তর কোরিয়াকে বশে আনতে কূটনৈতিক উদ্যোগ এখনো তেমন সফল হয়নি৷ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে সে দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় সায় দিলেও চীন ও রাশিয়া এই সংকটের মুখে নিজেদের স্বার্থকে প্রাধান্য দিচ্ছে৷ শুক্রবার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর সোমবার উত্তর কোরিয়ার কাছেই এই দুই দেশ যৌথ সামরিক মহড়া চালিয়ে শক্তি প্রদর্শন করছে৷ ওখোটস্ক সাগরের দক্ষিণে দুই দেশের নৌবাহিনী দ্বিতীয় পর্বের মহড়া চালাচ্ছে৷ এর আগে বাল্টিক সাগরে প্রথম পর্বের মহড়া হয়েছিল৷ অ্যামেরিকা ও দক্ষিণ কোরিয়ার সমরসজ্জাকে চীন ও রাশিয়া হুমকি হিসেবে দেখছে৷ তাই উত্তেজনা কমাতে সব পক্ষকেই সামরিক আস্ফালন কমানোর প্রস্তাব দিচ্ছে এই দুই দেশ৷

এমনই প্রেক্ষাপটে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে বিশ্বনেতারা অন্যান্য বিষয়ের সঙ্গে কোরীয় উপদ্বীপে সংকট নিয়েও আলাপ-আলোচনা করতে চলেছেন৷ তাঁদের বক্তব্য কার্যকর করার কোনো বাধ্যবাধকতা না থাকা সত্ত্বেও উত্তর কোরিয়ার হুমকির প্রশ্নে যত বেশি সম্ভব দেশের সমর্থন আদায় করতে চায় অ্যামেরিকা৷

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে তাঁদের সামনে ভাষণ দেবেন৷ জাতিসংঘের উপর তেমন আস্থা না দেখালেও ট্রাম্প প্রশাসন উত্তর কোরিয়া সংকটের আন্তর্জাতিক মাত্রা তুলে ধরতে চায়৷ ট্রাম্প বলতে চান, এই সংঘাত অ্যামেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যে নয়, উত্তর কোরিয়া গোটা বিশ্বকে হুমকি দিচ্ছে৷ জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হেলি বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হাতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেবার আর কোনো পথ বাকি নেই৷ সে দেশের পরমাণু কর্মসূচি বন্ধ করতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়কেই শেষ পর্যন্ত পদক্ষেপ নিতে হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি৷

ট্রাম্পের ভাষণের সময় প্রথম সারিতে উপস্থিত থাকবেন উত্তর কোরিয়ার প্রতিনিধিরা৷ সে দেশের পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হো সর্বোচ্চ প্রতিনিধি হিসেবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে আলোচনা করবেন৷ উল্লেখ্য, তিনি শুক্রবার এই অধিবেশনে ভাষণ দেবেন৷ গুতেরেস বলেছেন, রাজনৈতিক পথেই এই সংকটের সমাধানসূত্র খুঁজতে হবে৷ সামরিক সংঘাত হলে কয়েক প্রজন্মকে তার পরিণতি সামলাতে হবে৷

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে রবিবার আলোচনা করেছেন৷ তবে সেই বৈঠকে সিরিয়া, মধ্যপ্রাচ্য ও ইউক্রেন সংকটের পাশাপাশি উত্তর কোরিয়া নিয়ে আলোচনা হয়েছে কিনা, তা স্পষ্ট নয়৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)

১৮ এপ্রিলের ছবিঘরটি দেখুন...