ইকুয়েডরে অ্যাঞ্জেলিনা জোলি
২৩ এপ্রিল ২০১২বিজ্ঞাপন
লাতিন অ্যামেরিকার দেশ ইকুয়েডরে বিপুল সংখ্যক উদ্বাস্তু রয়েছে৷ এদের মধ্যে পার্শ্ববর্তী দেশ কলম্বিয়া থেকেই সীমান্ত পাড়ি দিয়ে এসেছে মোট ৫৬ হাজার মানুষ৷
জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে ২০০১ সাল থেকেই কাজ করছেন অ্যাঞ্জেলিনা জোলি৷ শুভেচ্ছা দূত এর সেই পদমর্যাদা পাল্টে গত সপ্তাহেই জোলিকে দেয়া হয়েছে জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক বিশেষ দূতের সম্মানজনক আসন৷
নতুন এই পদে নিযুক্ত হবার পর ইকুয়েডরেই প্রথম সফর করলেন জোলি৷
জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক মুখপাত্র আদ্রিয়ান এডওয়ার্ড বলেছেন, এই পদ পাবার পর এখন কূটনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ কাজেও অংশ নেবেন অস্কার বিজয়ী এই অভিনেত্রী৷
প্রতিবেদন: আফরোজা সোমা, (এফপি, রয়টার্স)
সম্পাদনা: সঞ্জীব বর্মন