1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উপজেলা নির্বাচন

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২০ জানুয়ারি ২০১৪

জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর, এবার উপজেলা নির্বাচন বর্জন নাও করতে পারে বিএনপি৷ এই নির্বাচন সরাসরি রাজনৈতিকভাবে না হওয়ায় শেষ পর্যন্ত স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের নির্বাচন থেকে বিরত রাখা সম্ভব নাও হতে পারে৷

https://p.dw.com/p/1AtZa
Khaleda Zia 2012
ছবি: Getty Images

আগামী ১৯শে ফেব্রুয়ারি প্রথম দফায় দেশের ১০২টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ নির্বাচন কমিশন রবিবার নির্বাচনের এই তফসিল ঘোষণা করেছে ৷ নির্বাচন কমিশন পর্যায়ক্রমে ৪৮৭টি উপজেলা পরিষদের নির্বাচন করবে৷ কারণ সব উপজেলা পরিষদের মেয়াদ একই সঙ্গে শেষ হবে না৷ প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ জানিয়েছেন, উপজেলা পরিষদের পাঁচ বছরের মেয়াদের শেষ ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্য-বাধকতা আছে৷ আর প্রথম পর্যায়ে ১০২টি উপজেলা পরিষদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে৷

এদিকে এই নির্বাচন নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের চাপের মুখে রয়েছেন৷ কারণ স্থানীয় সরকারের এই নির্বাচনে অংশ নিয়ে তারা জাতীয় সংসদ নির্বাচনে কিছুই না পাওয়ার বেদনা পুষিয়ে নিতে চায়৷ তাই তারা চায় যে কেন্দ্রীয়ভাবে যেন এই নির্বাচন বর্জনের ঘোষণা দেয়া না হয়৷ কৌশল হিসেবে বর্জন বা অংশগ্রহণ – কোনো বিষয়ে কথা না বললেও চলবে৷ এর কারণ, উপজেলা নির্বাচন স্থানীয় সরকারের নির্বাচন হওয়ায় মনোনয়ন প্রকাশ্যে, দলীয়ভাবে হয় না৷

খুলনার সাংবাদিক রাকিব উদ্দিন পান্নু ডয়চে ভেলেকে জানান, এবারের উপজেলা পরিষদ নির্বাচন থেকে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের বিরত রাখা যাবে না৷ কারণ তাঁরা দীর্ঘদিন নির্বাচনের বাইরে আছেন৷ উপজেলা পরিষদ নির্বাচনেরও বাইরে থাকলে তাঁরা কোনো নির্বাচিত প্রতিষ্ঠানেই আর থাকবেন না৷ পান্নু জানান, জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতারা এই তথ্য ও চাপের কথা কেন্দ্রকে দু-একদিনের মধ্যে জানিয়ে দেবেন৷ চট্টগ্রামের সাংবাদিক নাসির উদ্দিন তোতা ডয়চে ভেলেকে একই ধরণের কথা জানান৷ তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে তৃণমূলের নেতারা কিছুটা হলেও জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ার ক্ষতি পুষিয়ে নিতে চান৷

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আহমেদ আজম খান মনে করেন, সরকার উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষণা দিয়ে নতুন একটি কৌশল নিয়েছে৷ তারা যে সবার অংশগ্রহণে আরেকটি নির্বাচন চান তা পাশ কাটিয়ে উপজেলা পরিষদ নির্বাচনের জোয়ার তুলতে চাইছে সরকার৷ তিনি এটাকে গ্রহণযোগ্য মনে করেন না৷ তবে বিএনপি সংসদ নির্বাচনের মতো উপজেলা পরিষদ নির্বাচনও কি বর্জন করবে? এমন প্রশ্নের জবাবে আহমেদ আজম খান বলেন, সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি৷ সময় এলেই জানা যাবে৷

জানা গেছে, বিএনপির নীতি-নির্ধারকদের একটি অংশ মনে করে স্থানীয় সরকারের এই নির্বাচনে অংশ নিয়ে বিএনপি যদি ভালো করে, তাহলে স্থানীয় পর্যায়ে মাঠ দখলে রাখা যাবে৷ যা হবে সরকারের ওপর বড় একটি চাপ৷ তবে এটা সরকারের নতুন কোনো কৌশল কিনা – তাও দেখতে চায় তারা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য