উপসাগরীয় আরব সদস্যদের সিরিয়া মিশন ত্যাগ
২৪ জানুয়ারি ২০১২আরব লিগের মনিটরিং মিশন তার সর্বশেষ প্রস্তাবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা অন্যদের হাতে তুলে দেয়ার আহ্বান জানিয়েছিল৷ কিন্তু সে প্রস্তাবে সিরিয়ার শাসক মহল কোন কর্ণপাতই করেনি৷ মিশনের সদস্যরা অসহায়ের মত লক্ষ করছেন যে সিরিয়ায় তাঁদের উপস্থিতি আসাদের বিরুদ্ধে দীর্ঘ দশ মাস ধরে চলতে থাকা গণ প্রতিরোধের বিরুদ্ধে সরকারের সহিংস দমন ও দলন অভিযান থামেনি৷ ফলে সিরিয়ার জনগণের কাছে আরব লিগের পর্যবেক্ষণ মিশনের বিশ্বাসযোগ্যতা থাকছেনা৷ এই পরিস্থিতিতেই উপসাগরীয় দেশগুলোর মিশন সদস্যরা বেরিয়ে এলেন৷
আরব লিগ প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতা ছেড়ে দিতে বলায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়ালেম লিগের সমালোচনা করেছেন এবং বলেছেন, পর্যবেক্ষকদের আরও এক মাস সিরিয়ায় অবস্থান করতে দেয়া হবে কিনা সেটা তাঁরা বিবেচনা করে দেখছেন৷ তিনি বলেন: ‘‘সিরিয়ায় আরব লিগ যে সমাধানের প্রস্তাব দিয়েছে, তা কোন সমাধান নয়৷ আমরা তা প্রত্যাখ্যান করছি৷ সংকটের আরব কোন সমাধান আমরা চাইনা৷'' তিনি অবশ্যস্বীকার করেন যে, সহিংস গোলযোগ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সিরিয়ায় অর্থনৈতিক সংকট তৈরি করছে৷ তবে সরকার চাপের কাছে নতজানু হবেনা৷
কায়রোয় অবস্থিত আরব লিগের দূতরা মঙ্গলবারেই বৈঠকে মিলিত হবেন বলে কথা আছে৷ ২২ সদস্যের আরব লিগে সুদানের রাষ্ট্রদূত কামাল হাসান আলি বলেছেন, পর্যবেক্ষদের চলতি মিশনের আদৌ কোন ভবিষ্যৎ আছে কিনা তা নিয়ে আলোচনা হবে তাঁদের মধ্যে৷ উল্লেখ করা দরকার যে, এই মনিটরিং টিমে রয়েছেন ১৬৫ জন সদস্য৷ তার মধ্যে ৫৫ জন উপসাগরীয় আরব পর্যবেক্ষক বেরিয়ে এলেন৷ সিরিয়ার বিরোধী গ্রুপগুলোও মিশনের কাজে সন্তুষ্ট নয়৷ উল্লেখ্য, সিরিয়ার সরকারি বাহিনীর দমন অভিযান মঙ্গলবারও অব্যাহত ছিল৷ বিরোধীদের একটি গ্রুপের মুখপাত্র জানান, সিরীয় সেনারা হামা শহরের ওপর হামলা চালিয়েছে৷
প্রতিবেদন: আব্দুল্লাহ আল-ফারূক
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই