‘এই আগ্রাসন আমার মোটেই পছন্দ নয়'
২৮ নভেম্বর ২০১৮২০১৪ সালে ক্রাইমিয়া উপদ্বীপ বেদখল ও ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থি বিদ্রোহীদের মদতের কারণে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল৷ এবার নাবিকসহ ইউক্রেনের ৩টি জাহাজ দখল করায় আরো নিষেধাজ্ঞার পক্ষে সওয়াল করছেন ইউরোপের অনেক নেতা৷ ইইউ-র বর্তমান সভাপতি দেশ অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী কারিন ক্নেইসি বলেন, গোটা ঘটনা সম্পর্কে আরো তথ্য ও দুই পক্ষের আচরণ বিশ্লেষণ করে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার উপর আরো নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করতে পারে৷ পোল্যান্ড ও অস্ট্রিয়া রাশিয়ার উপর আরো নিষেধাজ্ঞা চাপানোর পক্ষে সওয়াল করেছে৷ জার্মানিতেও এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে৷ আগামী ১০ই ডিসেম্বর ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা বিষয়টি নিয়ে আলোচনা করবেন৷
গত সপ্তাহান্তেইউক্রেনের তিনটি জাহাজ আটক করে আর্থিক বাজারে আরো চাপের মুখে পড়েছে রাশিয়া৷ রুবেলের বিনিময় মূল্যও কিছুটা পড়ে গেছে৷ এই অবস্থায় নতুন নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতির উপর আরো চাপ সৃষ্টি করতে বাধ্য৷ বার্লিনে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার গ্রুশকো বলেন, তাঁর দেশের উপর আরো নিষেধাজ্ঞা চাপালে কোনো সমস্যার সমাধান হবে না৷ তাঁর মতে, ইউক্রেনই দেশের পূর্বাঞ্চলে মিনস্ক চুক্তি বানচাল করতে প্ররোচনা সৃষ্টি করেছে৷ রাশিয়ার গুপ্তচর সংস্থা এফএসবি তার প্রমাণ হিসেবে একটি ভিডিও প্রকাশ করেছে৷
ইউক্রেন রাশিয়ার হামলার আশঙ্কায় সীমান্ত ও কৃষ্ণ সাগর সংলগ্ন এলাকায় ৩০ দিনের জন্য সামরিক শাসন জারি করায় রাশিয়াও তৎপরতা বাড়াচ্ছে৷ আটক ২৪ জন ইউক্রেনীয় নাবিকের মধ্যে কয়েকজনকে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে স্বীকারোক্তি করতে দেখা গেছে৷ সেখানে পরিকল্পিত প্ররোচনার কথা স্বীকার করেছেন তাঁরা৷ ক্রাইমিয়ার এক আদালত ৭ জন নাবিককে ২ মাসের জন্য আটক রাখার নির্দেশ দিয়েছে৷
বর্তমান এই সংকট কাটাতে ইউরোপীয় ইউনিয়নকে আরো সক্রিয় হয়ে ওঠার ডাক দিয়েছে অ্যামেরিকা৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আর্জেন্টিনায় আসন্ন জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনে তিনি সম্ভবত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে পরিকল্পিত বৈঠক বাতিল করবেন৷ ওয়াশিংটন পোস্ট সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইউক্রেনের বিরুদ্ধে এই আগ্রাসন তাঁর একেবারেই পছন্দ নয়৷
রাশিয়ার এই আচরণের প্রেক্ষাপটে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহের পাইপলাইন প্রকল্প ‘নর্ড স্ট্রিম ২' চাপের মুখে পড়েছে৷ বিশেষ করে এই প্রকল্পের মদতদাতা হিসেবে জার্মানির মতো দেশ বিপাকে পড়েছে৷ পোল্যান্ডে পূর্ব ইউরোপের কিছু দেশ পশ্চিমা বিশ্বকে রাশিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার ডাক দিচ্ছে৷ তাঁদের মতে, প্রয়োজনে এই পাইপলাইন প্রকল্পও বলি দিতে হবে৷ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেদার নাউয়ার্ট-ও ‘নর্ড স্ট্রিম ২' প্রকল্পের সমালোচনা করেন৷ তাঁর মতে, রাশিয়ার সরকারের লাভ হয়, এমন কোনো প্রকল্পের মদতের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত৷
এসবি/এসিবি (রয়টার্স, ডিপিএ)