এইডস দিবস
১ ডিসেম্বর ২০১৩এইডস রোগী বাড়ছে কিনা, এইচআইভি ভাইরাসে সংক্রমণ কমছে কিনা – এসব হিসাব করতে গেলে তুলনায় চলে আসে ২০০৫ সাল৷ সে বছর সারা বিশ্বে এইডস কেড়ে নিয়েছিল ২৩ লক্ষ মানুষের প্রাণ৷ কোনো অস্ত্রের ঝনঝনানি নয়, কোনো রক্তপাত নয়, এইডস-এর কারণে নীরবে ধুঁকে ধুঁকে এখনো মারা যাচ্ছে অনেক মানুষ৷ ২০০৫ সালের পর থেকে এইডস-এর কারণে এক বছরে এত মানুষ আর মারা যায়নি৷ সচেতনতা বাড়ানোর উদ্যোগ, রোগ নির্ণয়, চিকিৎসা আর এইডস-এর বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রচার যতটা, সেই তুলনায় অর্জন অবশ্য অনেক কম৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)-র দেয়া তথ্য অনুযায়ী, গত বছর এ রোগে ভুগে সারা বিশ্বে মারা গেছে ১৬ লাখ মানুষ৷ সংখ্যাটিকে ৮ বছর আগের তুলনায়, অবস্থা উন্নতির সবচেয়ে বড় মাপকাঠি হিসেবে দেখলে ভুল হবে, কেননা, জাতিসংঘের এই সংস্থা একই প্রতিবেদনে দিয়েছে কিছু দুশ্চিন্তা বাড়ানোর মতো খবরও৷ প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক কালে এইচআইভি ভাইরাসে সংক্রমিত কিশোরের সংখ্যা এক তৃতীয়াংশ বেড়েছে৷
এইডস হয় এইচআইভি ভাইরাসে সংক্রমিত হলে৷ এইচআইভি-র সংক্রমণ মূলত অনিরাপদ যৌন সম্ভোগের কারণে হয়৷ তবে চিকিৎসা বা মাদক নেয়ার সময় এক জনের ব্যবহার করা সিরিঞ্জ অন্য কেউ ব্যবহার করার কারণেও বিশ্বব্যাপী অসংখ্য মানুষ রোগাক্রান্ত হচ্ছে৷ কিশোর-কিশোরীদের মাঝেও এসব কারণে এইচআইভির সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে৷ এশিয়াতেও এ বয়সের এইডস রোগী বাড়ছে৷ আক্রান্তদের মাঝে নাকি মাদকসেবকই বেশি৷
এইডস-এর ব্যাপারে কোনো আলোচনায় শিশুদের প্রসঙ্গটি সাধারণত খুব একটা গুরুত্ব দেয়া হয় না৷ বিশ্বে শিশুদের এইচআইভি পরীক্ষা করানোর বিষয়টিও বিশ্বে কোনো দেশেই পর্যাপ্ত গুরুত্ব পায় না৷ তাই বাবা বা মায়ের কারণে কোনো শিশুর শরীরে এইডস বাসা বাঁধলেও, তা জানা যায় অনেক দেরিতে৷ গত বছর এমন ২ লাখ ৬০ হাজার শিশুর দেহে এইডস ধরা পড়েছে৷ শিশুদের বাঁচাতে তাই এক প্রতিবেদনে জন্মের সময়ই এইচআইভি পরীক্ষার সুপারিশ করেছে ইউএনএইড৷
এমন কিছু শঙ্কা বাড়ানো বাস্তবতা মেনে নিয়ে এ বছরও সারা বিশ্বে পালিত হচ্ছে ‘এইডস দিবস'৷ সচেতনা বাড়ানোর জন্য নানা ধরণের কর্মশালা, বিনোদনমূলক অনুষ্ঠান তো থাকছেই, এইডস নিয়ে বিতর্ক, এইডস-এর বিরদ্ধে লড়াইকে সহজ করার জন্য তহবিল সংগ্রহেরও উদ্যোগ নেয়া হচ্ছে বিভিন্ন দেশে৷ ব্রিটেনের নর্দান রেল এইডস বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে এই দিনে৷ তাই এবারও বিনে পয়সায় যাত্রী নিয়ে সেই ‘অ্যাওয়ারনেস ট্রেন' ছাড়বে৷ যাত্রীদের মাঝে সচেতনতা বাড়ানোর অনুষ্ঠানটি হবে লিডসে৷
এসিবি/ডিজি (ডিপিএ, এএফপি, রয়টার্স, ইন্টারনেট)