এক মাসের মধ্যে লিখিত শান্তি প্রস্তাব দিতে পারে তালেবান
৬ জুলাই ২০২১পশ্চিমা নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইতিমধ্যে ১০০-র বেশি জেলা তালেবানের দখলে চলে গেছে৷ তবে তালেবানের দাবি, তারা ৩৪টি রাজ্যের প্রায় ২০০ জেলা দখল করেছে, যা দেশটির প্রায় অর্ধেক এলাকা জুড়ে অবস্থিত৷
এদিকে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানঘাঁটি বাগরাম এয়ারবেস থেকে গত সপ্তাহে মার্কিন সেনারা চলে গেছে৷ ১১ সেপ্টেম্বরের মধ্যে সব মার্কিন সেনার আফগানিস্তান ছেড়ে যাওয়ার কথা৷
এই অবস্থায় আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে তালেবানের আগমন বার্তা বুঝতে পেরে আফগান নিরাপত্তা বাহিনীর এক হাজারের বেশি সদস্য সীমান্ত পেরিয়ে তাজিকিস্তানে চলে গেছেন বলে তাজিকিস্তানের সীমান্তরক্ষা বাহিনী জানিয়েছে৷ আফগান বাহিনীর কয়েকজন সদস্য জঙ্গিদের হাতে ধরা পড়েছেন বলেও জানা গেছে৷
আলোচনা চলছে
কাতারের দোহায় গতবছর আফগানিস্তান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়৷ বর্তমানে যুদ্ধক্ষেত্রে তালেবানের অবস্থান ভালো থাকলেও তারা শান্তি আলোচনায় আন্তরিক বলে রয়টার্সকে জানিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ৷ ‘‘আগামী কয়েকদিনের মধ্যে শান্তি আলোচনা ও প্রক্রিয়ার গতি আরও বাড়বে... এবং এটা একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছবে বলে আশা করা হচ্ছে৷ স্বাভাবিকভাবেই এটা শান্তি পরিকল্পনা নিয়ে হবে,’’ বলেন তিনি৷ মুজাহিদ বলেন, ‘‘সম্ভবত এক মাসের মধ্যে ঐ পর্যায়ে পৌঁছা যাবে যখন উভয়পক্ষ তাদের লিখিত শান্তি প্রস্তাব পেশ করবে৷’’
আলোচনার দিকে নজর রাখা কূটনীতিকরা অনেকদিন ধরেই তালেবানের কাছ থেকে একটি লিখিত শান্তি প্রস্তাব আশা করছেন৷ এখন তালেবানের মুখপাত্র এক মাসের মধ্যে তেমন একটি প্রস্তাব দেয়ার কথা বললেও তারা আসলেই সেটা দিবে কিনা, তা আশা করা কঠিন বলে মনে করছেন আফগানিস্তানের শান্তি বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিয়া আনোয়ারি৷ তবে তিনি তালেবানের সেই প্রস্তাব পাওয়ার আশা করছেন যেন অন্তত ‘তারা কী চায় তা জানা যায়’৷
জেডএইচ/কেএম (রয়টার্স)