1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একবেলার অনুশীলনে পিন্ডি কতদূর?

৫ ফেব্রুয়ারি ২০২০

অদ্ভূত এক সফরে তার চেয়েও অদ্ভূত টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল৷ শুক্রবার রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট৷ এরপর জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলতে দেশে ফিরে আসবে টাইগাররা৷

https://p.dw.com/p/3XIpq
ফাইল ছবিছবি: Getty Images/AFP/A. Ali

এরপর ৩ এপ্রিল একটি ওয়ানডে ম্যাচ খেলার পর ৫ এপ্রিল করাচিতে শুরু হবে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ৷

কিন্তু ফিকশ্চার যতোই অদ্ভূত হোক, নিরাপত্তা নিয়ে নানা টানাপড়েনের পর অবশেষে পাকিস্তানে পূর্ণাঙ্গ সফরে আসায় বাংলাদেশ ক্রিকেট দল পাচ্ছে ব্যাপক আতিথেয়তা৷ বাংলাদেশের পূর্ণাঙ্গ সফরের মাধ্যমে প্রায় এক দশক পর নিজেদের মাঠে ধারাবাহিক ক্রিকেট আবার চালুর আশা করছে পাকিস্তান৷ ২০০৩ সালের পর রাওয়ালপিন্ডিতেই হতে যাচ্ছে দেশটির মাঠে বাংলাদেশের প্রথম টেস্ট৷

বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষ থেকে এরই মধ্যে পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তাব্যবস্থার খুঁটিনাটি দেখা হয়েছে৷ বুধবার বাংলাদেশের ক্রিকেট দল পাকিস্তান আসার একদিন আগে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর হুসাইন ইমামের নেতৃত্বে তিন সদস্যের একটি দল স্টেডিয়ামে যান৷ 

ডন সহ পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার ইসলামাবাদে বাংলাদেশ ক্রিকেট দলের সম্মানে অভ্যর্থনার আয়োজন করেছেন দেশটির রাষ্ট্রপতি আরিফ আলভি৷ এ আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছে পাকিস্তান ক্রিকেট দলের সদস্যদেরও৷ দুই দলের সদস্যরা ছাড়াও একাধিক মন্ত্রী এবং শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে এ আয়োজনে৷

পাকিস্তান ক্রিকেট দল এরই মধ্যে অনুশীলন শুরু করেছে৷ তবে বাংলাদেশ রাওয়ালপিন্ডি টেস্টের আগে কেবল বৃহস্পতিবারই অনুশীলনের সুযোগ পাচ্ছে৷ দেশ ছাড়ার আগে এ নিয়ে কথাও বলেছেন বাংলাদেশ কোচ রাসেল ডোমিঙ্গো৷ ডোমিঙ্গো বলোন, ‘‘এটা আসলে আদর্শ পরিস্থিতি নয়৷ কোনো টেস্ট শুরুর আগে আমরা সাধারণত ৭-৮ দিন আগে সেখানে যেতে চাই৷’’ 

কিন্তু মাত্র এক বেলার অনুশীলনে টাইগাররা কি পারবেন রাওয়ালপিন্ডির সঙ্গে মানিয়ে নিতে? ডোমিঙ্গো কথা বলেছেন এ নিয়েও, বলেছেন, ‘‘দেশের যেসব পিচে তারা (বাংলাদেশ) খেলে, সেগুলোতে তেমন গতি ও বাউন্স নেই৷ কিন্তু আমি নিশ্চিত, রাওয়ালপিন্ডিতে গতি ও বাউন্স থাকবে৷ ছেলেদের জন্য এটা একটা বিশাল চ্যালেঞ্জ হবে৷’’

পাকিস্তানে এখন পর্যন্ত চারটি টেস্ট খেলে সবকটিই হেরেছে বাংলাদেশ৷ তবে ২০০৩ সালের সফরের শেষ টেস্টে জয়ের ব্যাপক সম্ভাবনাও জেগেছিল৷ তবে অসাধারণ এক ইনিংস খেলে ইনজামাম-উল-হক একাই বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের স্বপ্ন ধূলিস্যাৎ করে দেন৷

অন্য দলগুলোর সঙ্গেও বাংলাদেশের সাম্প্রতিক টেস্ট পারফর্ম্যান্স ভালো নয়৷ ২০১৯ সালে খেলা পাঁচ টেস্টের সবগুলোই হেরেছে টাইগাররা৷ গত নভেম্বরে  ভারতের বিরুদ্ধে শেষ দুটি টেস্ট তো হারতে হয়েছে ইনিংস ব্যবধানে৷ তবে ডোমিঙ্গো কোচ এবং টেস্ট অধিনায়ক মুমিনুল হক রাওয়ালপিন্ডিতে ভালো কিছুরই আশা করছেন৷ ডোমিঙ্গো বলছেন, ‘‘ভারতের বিরুদ্ধে বাজে পারফর্ম্যান্সের মধ্যেও আমাদের কয়েকজন ছেলে ভালো ব্যাট করেছে৷ কন্ডিশন ভালো না থাকলেও ব্যাটে ভালো কিছু করে দেখাতে হবে আমাদের৷’’

এডিকে/কেএম (ডন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য