একুশে বইমেলা
২৫ ফেব্রুয়ারি ২০১২শুধু বইমেলাকে কেন্দ্র করেই ২৫টি লিটল ম্যাগাজিনের নতুন সংখ্যা প্রকাশ করা হয়েছে৷ আর সারা দেশ থেকে এখন কম বেশি ১০০টি লিটল ম্যাগাজিন বের হয়৷ লেখকরা মনে করেন, লিটল ম্যাগাজিনের এই আন্দোলন অব্যাহত থাকবে৷ তার প্রয়োজনীয়তা ফুরোবেনা৷
লিটল ম্যাগাজিনের পাঠক যে কম তা সহজেই বোঝা যায় বই মেলায় গেলে৷ কারণ লিটল ম্যাগ চত্বরে অত ভিড় নেই, যত ভিড় আছে জনপ্রিয় লেখকদের গল্প-উপন্যাস বের করা প্রকাশনা সংস্থাগুলোর স্টলে৷ তবুও লিটল ম্যাগ স্টলে যারা আসেন, তারা মনের তাগিদেই আসেন৷ আসেন প্রথা বিরোধী নবীন লেখকদের টানে৷
তবে হতাশ নন লিটল ম্যাগাজিন কৃষাণ-এর সম্পাদক শাকিল হাসান৷ তিনি বলেন, এর প্রভাব ধীরে হলেও বাড়ছে৷ আর লিটল ম্যাগাজিন এখন তার আপন পরিচয়েই দাঁড়িয়ে আছে৷
এক সময়ে লিটল ম্যাগ আন্দোলনের সঙ্গে জড়িত কবি ও ছড়াকার আমীরুল ইসলাম বলেন, লিটল ম্যাগাজিনের পাঠক সব সময়ই কম৷ কিন্তু তাই বলে এর গুরুত্ব কম নয়৷ কারণ এই লিটল ম্যাগাজিনই তরুণদের লেখার জায়গা করে দেয়৷ জায়গা করে দেয় প্রথা বিরোধীদের৷ আর এই বহুমাত্রিক মাধ্যমের যুগেও লিটল ম্যাগাজিন তার আপন শক্তিতে এগিয়ে চলছে৷
তবে লিটল ম্যাগাজিন শালুক-এর সম্পাদক কবি ওবায়েদ আকাশ মনে করেন, ঢাকাসহ সারা দেশ থেকে শতাধিক লিটল ম্যাগাজিন প্রকাশ হলেও মান সম্পন্ন ম্যাগাজিন হাতে গোনা৷ তিনি জানান, বই মেলায় লিটল ম্যাগের নামে অনেকে স্টল বরাদ্দ নিলেও তাদের কারো লিটল ম্যাগাজিন নেই৷
এদের সবাই মনে করেন সাহিত্যে লিটল ম্যাগের ধারা এগিয়ে যাবে অব্যাহতভাবেই৷ ঐতিহ্যবাহী এই ধারা থেকেই অতীতের মত জন্ম নেবেন ধীমান লেখক, কবি-সাহিত্যিক৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন