1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রোতাদের মুখোমুখি

২৩ ফেব্রুয়ারি ২০১২

ঢাকার গ্যোটে ইন্সটিটিউটে বৃহস্পতিবার ডয়চে ভেলে বাংলা বিভাগের শ্রোতা সম্মেলনে জার্মান দূতাবাসের উপ প্রধান ড. রাল্ফ রয়েশ বলেছেন, বাংলা বিভাগের অনুষ্ঠান এবং খবরের মান খুব উঁচু৷

https://p.dw.com/p/148FQ
Auf dem Bild: Mr. Grahame Lucas, Redaktionsleiter, Südasien Programm of Deutsche Welle, at the DW Listeners' meeting in Dhaka on February 23, 2012 Copyright: Harun Ur Rashid Swapan/DW
DW Veranstaltung in Dhakaছবি: Swapan/DW

ঢাকায় শ্রোতা সম্মেলনের শুরুতেই ডয়চে ভেলের প্রাক্তন সহকর্মী সাগর সরওয়ারের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়৷

জার্মান দূতাবাসের ড. রয়েশ বলেন, বাংলাদেশে প্রচুর শ্রোতা রয়েছে৷ তাদের সঙ্গে তার যোগাযোগ হয়৷ তারা ডয়চে ভেলের সংবাদ এবং অনুষ্ঠানের প্রশংসা করেন৷ তিনি মনে করেন, বাংলা বিভাগ বাংলাদেশ-জার্মান সম্পর্ক উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখছে৷

Dr. Ralf Matthias Reusch, Chargé d'Affairs of German Embassy in Dhaka
জার্মান দূতাবাসের উপ প্রধান ড. রাল্ফ মাটিয়াস রয়েশছবি: Swapan/DW

ডয়চে ভেলে দক্ষিণ এশিয়ার প্রধান গ্রেহেম লুকাস বলেন, ডয়চে ভেলের লোগো পরিবর্তন হয়েছে৷ ওয়েবসাইটেও এসেছে নতুনত্ব৷ বাংলা বিভাগ ভবিষ্যতে বাংলাদেশের কোন টেলিভিশনের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠান করবে৷ ইতিমধ্যেই একুশে টেলিভিশনের বিজনেস প্রোগ্রামে ডয়চে ভেলে কাজ শুরু করেছেন৷ তিনি বলেন ডয়চে ভেলে সব সময়ই সঠিক তথ্যের ওপর উপর জোর দেয়৷

সম্মেলনে শ্রোতারা ডয়চে ভেলে বাংলা বিভাগের অনুষ্ঠান, খবর, এফএমসহ নানা দিক নিয়ে মত দেন৷ যার জবাব দেন গ্রেহেম লুকাস৷

অনুষ্ঠানে শ্রোতাদের জন্য কুইজ ছাড়াও ছিল প্যানেল আলোচনা৷ প্যানেল আলোচনার বিষয় – সামাজিক মিডিয়ার যুগে সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং নৈতিকতা'৷ এতে বাংলাদেশের প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমিরসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য