শ্রোতাদের মুখোমুখি
২৩ ফেব্রুয়ারি ২০১২ঢাকায় শ্রোতা সম্মেলনের শুরুতেই ডয়চে ভেলের প্রাক্তন সহকর্মী সাগর সরওয়ারের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়৷
জার্মান দূতাবাসের ড. রয়েশ বলেন, বাংলাদেশে প্রচুর শ্রোতা রয়েছে৷ তাদের সঙ্গে তার যোগাযোগ হয়৷ তারা ডয়চে ভেলের সংবাদ এবং অনুষ্ঠানের প্রশংসা করেন৷ তিনি মনে করেন, বাংলা বিভাগ বাংলাদেশ-জার্মান সম্পর্ক উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখছে৷
ডয়চে ভেলে দক্ষিণ এশিয়ার প্রধান গ্রেহেম লুকাস বলেন, ডয়চে ভেলের লোগো পরিবর্তন হয়েছে৷ ওয়েবসাইটেও এসেছে নতুনত্ব৷ বাংলা বিভাগ ভবিষ্যতে বাংলাদেশের কোন টেলিভিশনের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠান করবে৷ ইতিমধ্যেই একুশে টেলিভিশনের বিজনেস প্রোগ্রামে ডয়চে ভেলে কাজ শুরু করেছেন৷ তিনি বলেন ডয়চে ভেলে সব সময়ই সঠিক তথ্যের ওপর উপর জোর দেয়৷
সম্মেলনে শ্রোতারা ডয়চে ভেলে বাংলা বিভাগের অনুষ্ঠান, খবর, এফএমসহ নানা দিক নিয়ে মত দেন৷ যার জবাব দেন গ্রেহেম লুকাস৷
অনুষ্ঠানে শ্রোতাদের জন্য কুইজ ছাড়াও ছিল প্যানেল আলোচনা৷ প্যানেল আলোচনার বিষয় – সামাজিক মিডিয়ার যুগে সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং নৈতিকতা'৷ এতে বাংলাদেশের প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমিরসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন