1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গা শরণার্থী

১০ আগস্ট ২০১২

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে তাদের কাজ অব্যাহত রাখার সুযোগ দেয়ার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় কমিশন৷ বলেছে, বাংলাদেশের উচিত দায়িত্বশীল আচরণ করা৷

https://p.dw.com/p/15ncQ
ছবি: AP

কয়েকটি এনজিও'র কাজ বন্ধ রাখতে বাংলাদেশ সরকার যে নির্দেশ দিয়েছে, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইইউ৷ কমিশনার ক্রিস্টালিনা জারগিভা বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের উচিত দায়িত্বশীল আচরণ করা৷ যেসব রোহিঙ্গা শরণার্থী মানবেতর জীবনযাপন করছেন, তাঁদের সহায়তা করতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে অনুমতি দেয়া উচিত বাংলাদেশের৷ তিনি বলেন, মিয়ানমারে আট লাখ রোহিঙ্গা মুসলমান বসবাস করছেন৷ কিন্তু তাদের জাতিগত স্বীকৃতি দিচ্ছেনা সেখানকার সরকার৷ মিয়ানমারের রাখাইন প্রদেশে সাম্প্রতিক জাতিগত দাঙ্গায় ৪০ হাজার রোহিঙ্গা গৃহহীন হয়েছেন৷ বাংলাদেশে দু'লাখ অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী আছেন৷ তিনি বিবৃতিতে বলেন, ২০১২ সালে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী এবং মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য ১২.৩৬ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছে৷

যে তিনএনজিও' ইতিমধ্যেই কক্সবাজার এলাকায় কাজ বন্ধ করতে হয়েছে,সেগুলো হল ব্রিটেন মুসলিম এইড ইউকে, অ্যাকশন এগেনস্ট হাঙ্গার বা এসিএফ এবং ডক্টরস উইদাউট বর্ডারস বা এমএসএফ৷ অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ মনে করেন, এই এনজিওগুলো দীর্ঘদিন কাজ করে আসছে৷ তাই হঠাৎ করে তাদের কাজ বন্ধ করে দিয়ে বাংলাদেশ সরকার ঠিক করেনি৷ তিনি মনে করেন, কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্তে করে তার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যতে পারে৷ প্রতিষ্ঠানের কাজ বন্ধ করে নয়৷

‘এই এনজিওগুলোর কাজ বাংলাদেশে নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশে উদ্বুদ্ধ করেছে' - সরকারি প্রশাসনের এমন বক্তব্যকে অযৌক্তিক বলে মনে করেন অধ্যাপক ইমতিয়াজ৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, কেউ বাধ্য না হলে নিজের ভিটে মাটি ছেড়ে অন্য দেশে যায়না৷ বাংলাদেশের মানুষও অতীতে একই ধরনের অমানবিক পরিস্থিতির শিকার হয়েছিলেন৷

এদিকে সর্বশেষ পরিস্থিতি জানতে ব্রিটেন মুসলিম এইড ইউকে'র কক্সবাজারে স্থানীয় সমন্বয়কারী আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ডয়চে ভলে জানান, অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য স্বাস্থ্য ও চিকিৎসা সেবার কাজ তারা সরকারের নির্দেশে পুরোপুরি গুটিয়ে ফেলেছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য