এবার আয়কর দিতে হবে মন্ত্রীদেরও
১৮ নভেম্বর ২০১১১৯৭৩ এবং ১৯৭৫ সালের আয়কর আইন অনুযায়ী মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং এমপিদের বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা করমুক্ত৷ কিন্তু গত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছিলেন, কেউ করের আওতার বাইরে থাবেন না৷ মন্ত্রী এমপিদেরও তাদের বেতন-ভাতার ওপর কর দিতে হবে৷ আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একাধিকবার একথা বলেছেন৷ কিন্তু এতদিন আইন সংশোধন না করায় জটিলতা সৃষ্টি হয়৷ জাতীয় রাজস্ববোর্ড তাদের আয়কর আদায় করতে পারছিলনা৷ কিন্তু বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সেই আইন সংশোধনের খসড়া অনুমোদন করা হয়েছে৷ আর এতে প্রধানমন্ত্রীসহ মন্ত্রী, প্রতিমন্ত্রীদের বেতনভাতার ওপর আয়করের বিধান রাখা হয়েছে৷ সাংবাদিকদের একথা জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ৷ তবে এমপিদের আয়করের ব্যাপারে কি হবে সে সিদ্ধান্ত এখনো হয়নি৷
এদিকে সন্ত্রাসী তৎপরতায় অর্থায়ন বন্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনেরও খসড়া অনুমোদন করছে মন্ত্রিসভা৷এই আইনে মানি লন্ডারিং-এর সর্বোচ্চ শাস্তি ১০ বছর করা হয়েছে৷ আর বাড়ানো হয়েছে জরিমানার পরিমাণ৷
মন্ত্রিসভা মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের চলমান সমস্যা সমাধান এবং সহযোগিতা বাড়াতে একটি যৌথ কমিশন গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক