1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার আয়কর দিতে হবে মন্ত্রীদেরও

১৮ নভেম্বর ২০১১

বাংলাদেশে প্রধানমন্ত্রীসহ মন্ত্রী প্রতিমন্ত্রীদের এখন থেকে বেতন ভাতার উপর আয়কর দিতে হবে৷ তারা আর আয়কর রেয়াতের সুবিধা পাচ্ছেন না৷ মন্ত্রিসভার বৈঠকে পুরনো সুবিধা বাতিল করে আয়কর দেয়ার আইনের খসড়া অনুমোদন করা হয়েছে৷

https://p.dw.com/p/13CVn
এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দিতে হবে আয়করছবি: dapd

১৯৭৩ এবং ১৯৭৫ সালের আয়কর আইন অনুযায়ী মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং এমপিদের বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা করমুক্ত৷ কিন্তু গত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছিলেন, কেউ করের আওতার বাইরে থাবেন না৷ মন্ত্রী এমপিদেরও তাদের বেতন-ভাতার ওপর কর দিতে হবে৷ আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একাধিকবার একথা বলেছেন৷ কিন্তু এতদিন আইন সংশোধন না করায় জটিলতা সৃষ্টি হয়৷ জাতীয় রাজস্ববোর্ড তাদের আয়কর আদায় করতে পারছিলনা৷ কিন্তু বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সেই আইন সংশোধনের খসড়া অনুমোদন করা হয়েছে৷ আর এতে প্রধানমন্ত্রীসহ মন্ত্রী, প্রতিমন্ত্রীদের বেতনভাতার ওপর আয়করের বিধান রাখা হয়েছে৷ সাংবাদিকদের একথা জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ৷ তবে এমপিদের আয়করের ব্যাপারে কি হবে সে সিদ্ধান্ত এখনো হয়নি৷

Flash-Galerie Deutschland Bangladesch Ministerpräsidentin Sheikh Hasina in Berlin
সাম্প্রতিক জার্মানি সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: dapd

এদিকে সন্ত্রাসী তৎপরতায় অর্থায়ন বন্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনেরও খসড়া অনুমোদন করছে মন্ত্রিসভা৷এই আইনে মানি লন্ডারিং-এর সর্বোচ্চ শাস্তি ১০ বছর করা হয়েছে৷ আর বাড়ানো হয়েছে জরিমানার পরিমাণ৷

মন্ত্রিসভা মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের চলমান সমস্যা সমাধান এবং সহযোগিতা বাড়াতে একটি যৌথ কমিশন গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য