ফোর্বস-এ ড. ইউনূস
২০ নভেম্বর ২০১৩বিশ্ববিখ্যাত ফোর্বস ম্যাগাজিন আগামী ডিসেম্বর মাসের কভার স্টোরিতে বর্তমান বিশ্বের দারিদ্র্য দূরীকরণে সবচেয়ে বেশি যে মানুষগুলো অবদান রেখেছেন তাদের নিয়ে কভার স্টোরি করেছে৷ সামহয়্যার ইন ব্লগে মোস্তফা কামাল পলাশ লিখেছেন, ‘‘এবার বিশ্ববিখ্যাত ফোর্বস ম্যাগাজিন সমালোচকদের আর একবার চপেটাঘাত করল দারিদ্র্য দূরীকরণে ড. মুহাম্মদ ইউনূসকে তাঁর অবদানের স্বীকৃতি দিয়ে৷''
ব্লগে একটি ছবি যুক্ত করেছেন তিনি, সেখানে অধ্যাপক ইউনূসের সঙ্গে আরো আছেন মাইক্রোসফট কর্পোরেশনের চেয়ারম্যান বিল গেটস, রাশিয়ার রক মিউজিক স্টার বুনোসহ আরো অনেকে৷ পলাশ লিখেছেন, ‘‘বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী, তাদের ক্ষমতায়নের পথ প্রদর্শনকারী মানুষটিকে ৪০ বছরের কাজের স্বীকৃতি দিয়ে আর একবার নিন্দুকদের মুখে চাপেটাঘাত করল বিশ্ববিখ্যাত ফোর্বস ম্যাগাজিন৷''
তাঁর এই লেখার বেশ কিছু প্রতিক্রিয়াও দেখা গেছে ব্লগে৷ বিজন শরমা লিখেছেন, ‘‘আমাদের দেশের অবস্থা আমরা নিজেরা জানি না, ফোর্বস ম্যাগাজিন যা বলবে তাই আমাদের বিশ্বাস করতে হবে৷ তবে এটা বোঝা যাচ্ছে, এ দেশে বোকার কোনো অভাব নেই, আর কারো কারো বুদ্ধি একেবারেই নিম্নমানের৷''
হাফিজুর রহমান মাসুম লিখেছেন, ‘‘ইউনূসের মতো একটা লোক যে কিনা তাঁর দেশের সবচেয়ে সংকটময় মুহূর্তে এবং সবচেয়ে স্পর্শকাতর বিষয়গুলোতে চোখ বন্ধ রাখে সুবিধাবাদীদের মতো, সমকামিতার পক্ষে কথা বলতে পারেন বটে, কিন্তু মৌলবাদের বিরুদ্ধে কথা বলতে তাঁর মতো বেহায়ার লজ্জা লাগে! দালালি করেন সাম্রাজ্যবাদের৷ সুতরাং তাঁর কাজের প্রশংসা তাঁর প্রভুরাই করবে৷ দেশে তাঁর জনপ্রিয়তা যেটুকু আছে তাও শেখ হাসিনা তাঁর পিছনে লেগেছেন বলেই আছে৷ তাঁর কাজের কারণে নয়৷''
সংকলন: অমৃতা পারভেজ
সম্পাদনা: দেবারতি গুহ