1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার ‘বড়দের’ বিশ্বকাপও জিততে হবে

১০ ফেব্রুয়ারি ২০২০

স্বাধীনতার ৪৯ বছর পর প্রথম বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ৷ আনন্দের আতিশয্যে এখন ‘আসল’ লক্ষ্য থেকে সরে যাবে না তো? এবার তো বড়দের বিশ্বকাপটাও জিততে হবে!

https://p.dw.com/p/3XYRz
England v Bangladesh - ICC Cricket World Cup 2019
ছবি: Getty Images

ফাইনালে ভারতকে একরকম নাস্তানাবুদ করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে নিয়েছে বাংলাদেশ৷ বোলিং, ফিল্ডিং, ব্যাটিং সব বিভাগেই ভারতকে কুপোকাত করেছে আকবর আলীর দল৷ শরিফুল, ইমন, অভিষেক, রকিবুলদের দেখে মনে হয়েছে ক্রিকেটে আরো বড় প্রাপ্তির কাছাকাছি চলে এসেছে বাংলাদেশ৷

আরো বড় প্রাপ্তি মানে, সাফল্যে ধারাবাহিক হয়ে ক্রিকেট দুনিয়ার ‘এলিট’ শ্রেণিতে জায়গা পাকা করে নেয়া৷ তা করতে হলে ওয়ানডে বিশ্বকাপটাও এবার জিততে হবে৷

টেস্ট আর টি-টোয়েন্টির চেয়ে বাংলাদেশ ওয়ানডেতে বরাবরই ভালো৷ ভালো হওয়ার সবচেয়ে বড় কারণ সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি এবং মাহমুদুল্লাহ৷ গত কয়েকবছরে যত সাফল্য, তার প্রায় সবই এসেছে এই পাঁচজনের হাত ধরে৷ তাদের শূন্যস্থান পূরণের জন্য তেমন কেউ এগিয়ে আসছেন না, বাংলাদেশের ক্রিকেটে এই সংখ্যা ক্রমশ বড় হচ্ছিলো৷ এবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তা দূর হবার আশা দেখা গেছে, মনে হয়েছে এই দলের কয়েকজন অন্তত অনেকদূর যাবেই৷

কোনো সাফল্য এলে মাতামাতি, প্রশংসা আর পুরস্কারের বাড়াবাড়ি শুরু হতে দেরি হয় না৷
বিশ্বকাপজয়ী দলটার প্রশংসা এবং পুরস্কার অবশ্যই প্রাপ্য৷ তবে যে-কোনো কিছুই অতিরিক্ত হয়ে গেলে ফলাফল ভালো হয় না, এই কথাটা মনে রাখা দরকার৷ 

অনূর্ধ্ব ১৯ দলের খেলোয়াড়দের ইতিমধ্যে 'সোনালি প্রজন্ম' বলা শুরু হয়ে গেছে৷ অধিনায়ক আকবর আলীকে আকবর দ্যা গ্রেট বলতে শুরু করেছেন কেউ কেউ৷ কেউ কেউ আকবরের মধ্যে খুঁজে পেয়েছেন মহেন্দ্র সিং ধোনিকে৷

বিশ্বকাপ এনে দিলেন যারা, তাদের নিয়ে গর্ব তো হবেই৷ অবশ্যই তারা সোনালি প্রজন্ম৷ কিন্তু মনে রাখতে হবে, ফুটবলে পর্তুগাল এমনই একটা প্রজন্ম পেয়েছিল৷ দেশকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ গিয়েছিল তারা৷ কিন্তু বিশ্বকাপে তারা কোনোদিন পাত্তাই পায়নি৷

অসাধারণ, গ্রেট ইত্যাদি শব্দগুলো অতি ব্যবহারে কখনো কখনো খুব ক্লিশে হয়ে যায়৷ শব্দের ভারে, অতি স্বীকৃতির চাপে চাপা পড়ে যায় অনেক ক্রিকেট-প্রতিভা৷

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রায় প্রতি আসরেই কেউ না কেউ মহাতারকা হওয়ার সম্ভাবনা দেখিয়েছেন,  ফাইনালে সেঞ্চুরি করে বা পাঁচ উইকেট নিয়ে সাড়া জাগিয়েছেন ৷  অথচ ফাইনালের সেই ম্যাচ-সেরাদের অনেকের এখন কোনো পাত্তাই নেই৷

১৯৯৮-এর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে সেঞ্চুরি করে ইংল্যান্ডকে শিরোপা জিতিয়েছিলেন স্টিফেন পিটার্স৷ অনেক মাতামাতি হয়েছিল তাকে নিয়ে৷ সেই পিটার্সের পক্ষে ইংল্যান্ড জাতীয় দলে খেলার সুযোগ কোনোদিনই হয়নি৷

দুই বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে জ্বলে উঠেছিল নীরজ প্যাটেলের ব্যাট৷ ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছিলেন তিনি৷ ভারতের ক্রিকেটে তিনিও এখন দপ করে জ্বলে উঠে ফুস করে নিভে যাওয়ার দৃষ্টান্ত৷ জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি কিছুই খেলা হয়নি তার৷

২০০২-এর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া৷ ৪ উইকেট নিয়ে ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছিলেন জারার্ড বার্ক৷ নিজেকে আর মেলে ধরতে না পারায় বার্কের ক্যারিয়ারও আর এগোয়নি৷ দেশের হয়ে টেস্ট, ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্ন তার জীবনেও অধরাই থেকেছে৷

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাতানো পাকিস্তানি ক্রিকেটারদের অবস্থা আরো করুণ৷

২০০৪ এবং ২০০৬- টানা দুইবারের চ্যাম্পিয়ন তারা৷ ২০০৪-র ফাইনালে দুর্দান্ত এক ইনিংস খেলে পাকিস্তানকে প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়েছিলেন আসিফ ইকবাল৷ পরের আসরের ফাইনালে ভারতের বিপক্ষে জয় এনে দিয়েছিলেন আনোয়ার আলী৷ দুজনের একজনও পরে একবারের জন্যও‌ জাতীয় দলে  ডাক পাননি৷ দুবারে ফাইনাল খেলা ২২ জনের মধ্যে শুধু ফাওয়াদ আলম এবং নাসির জামশেদই তিন ফরম্যাটে দেশকে প্রতিনিধিত্ব করার অল্পবিস্তর সুযোগ পেয়েছেন৷

ভারতকে ২০০৮ বিশ্বকাপ জেতানো অজিতেশ আরগান, ২০১২ বিশ্বকাপ জেতানো উন্মুক্ত চান্দ, সাউথ আফ্রিকাকে ২০১৪ বিশ্বকাপ জেতানো করবিন বশ, ওয়েস্ট ইন্ডিজকে ২০১৬ বিশ্বকাপ জেতানো কিসি কার্টিও একই পথের পথিক৷ অনূর্ধ-১৯ বিশ্বকাপ জেতার পর তারা সবাই বিস্মরণের পথেই হেঁটেছেন৷ দেশের হয়ে আর কিছু করতে পারেনি, তাদের কথা কেউ খুব বেশি মনেও রাখেনি৷

Ashish Chakraborty
আশীষ চক্রবর্ত্তী, ডয়চে ভেলে বাংলা বিভাগছবি: DW/T. Mehedi

ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানোদের কেউ কেউ হারিয়ে গেলেও সেই দেশগুলোর ক্রিকেট তাতে পিছিয়ে পড়েনি৷ এর কারণ তাদের ঘরোয়া ক্রিকেট৷ সেখানে খুব প্রতিযোগিতামূলক খেলা হয়৷ খেলা হয় স্পোর্টিং উইকেটে৷ পাতানো ম্যাচ হয় না৷ ফলে দু-চারজন ঝরে পড়লেও কিছু আটকে থাকে না৷

কিন্তু পাকিস্তান বা ওয়েস্ট ইন্ডিজের ব্যাপারটা ওরকম নয়৷ তাই ভালো অভিভাবকত্ব, ভালো পৃষ্ঠপোষকতার অভাবে কয়েকজন সম্ভাবনাময় খেলোয়ার হারিয়ে গেলেই লম্বা সময়ের জন্য সেখানে বড় একটা শূন্যতার সৃষ্টি হয়৷ পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজে প্রতিভার ঘাটতি আগে ছিল না, এখনো হয়তো নেই৷ শুধু অগোছালো, পরিকল্পনাহীন ঘরোয়া ক্রিকেটের জন্যই তাদের উজ্জ্বল ঐতিহ্য ক্রমশ ফিকে হচ্ছে৷

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটও খুবই দুর্বল কাঠামোর ওপর দাঁড়িয়ে৷ দেশে পাটা উইকেটের ছড়াছড়ি৷ পাতানো ম্যাচও হয় নিয়মিত৷ তা সত্ত্বেও বাংলাদেশ যে তরুণদের এমন একটা দল গড়তে গড়তে পেরেছে এটা দারুন সৌভাগ্যের৷

আকবর আলীর দলটা বাংলাদেশের জন্য অমূল্য সম্পদ৷ তাদের উপযুক্ত মর্যাদা এবং পৃষ্ঠপোষকতা দিয়ে রক্ষা করতেই হবে৷ পাশাপাশি ঘরোয়া ক্রিকেটকেও ঢেলে সাজানো শুরু করতে হবে তাড়াতাড়ি৷ এত বড় সাফল্যের পর আবার 'যেই লাউ সেই কদু' হওয়া যাবে না৷ ওয়ানডে বিশ্বকাপ জয়ের পথ রচনা শুরু করতে হবে এখন থেকেই৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য