1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যামেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন

২৬ এপ্রিল ২০১২

অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে রিপাবলিকান দলে তীব্র প্রতিযোগিতাপূর্ণ লড়াইয়ে বাকিদের পেছনে ফেলে শীর্ষ স্থানে পৌঁছে গেছেন মিট রমনি৷ প্রস্তুতি শুরু করেছেন বারাক ওবামাও৷

https://p.dw.com/p/14ksC
ছবি: AP

মঙ্গলবার আরো একগুচ্ছ জয় পেলেন মিট রমনি৷ প্রার্থী বাছাইয়ের প্রাথমিক নির্বাচনে কানেটিকাট, ডেলাওয়্যার, নিউ ইর্য়ক, পেনসিলভেনিয়া ও রোড আইল্যান্ডে বিজয়ী হয়েছেন তিনি৷

মঙ্গলবারে নির্বাচনের ফলাফল দেখে মার্কিন মিডিয়া জোর গলায় পূর্বাভাস দিয়েছে, রিপাবলিকান দলের হয়ে এবার রমনিই লড়বেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে৷ কারণ তাঁর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে টিকে থাকার মতো অবস্থানে আর কেউ নেই৷

ইতোমধ্যেই প্রেসিডেন্ট পদপ্রার্থীর বাসনা পরিত্যাগ করেছেন রিক স্যান্টোরাম৷ বারাক ওবামার বিরুদ্ধে রমনিকে বিজয়ী করতে যে কোনো রকম সাহায্য করতেই তিনি প্রস্তুত বলে ঘোষণাও দিয়েছেন৷

রমনি এখন আরো বেশি আত্মবিশ্বাসী৷ মঙ্গলবারের বিজয়ের পর সে রাতেই নিউ হ্যাম্পশায়ারে তাঁর সমর্থকদের সাথে কথা বলতে গিয়ে রমনি বলেন, ‘‘আজ রাতেই শুরু হলো নতুন আরেক ক্যাম্পেইন৷''

‘নতুন এই ক্যাম্পেইন' এর কথা বলে তিনি যে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত প্রতিযোগিতার ইঙ্গিত দিয়েছেন এটি বুঝতে বাকি রাখে নি কেউ৷

সমর্থকদেরকে রমনি আরো বলেছেন, ‘‘আজ রাতেই শুরু হলো ওবামা যুগের সমাপ্তির দিন৷ আমরা সবাই মিলে লিখব আরো ভালো ও নতুন এক অধ্যায়, আজকেই যার শুরুটা হলো৷''

মূলত বারাক ওবামাকে ‘‘মিথ্যে প্রতিশ্রুতি এবং দুর্বল নেতৃত্বের'' দায়ে অভিযুক্ত করছেন রমনি৷

তাঁর মতে, অর্থনৈতিক সংকট মোচনে, বেকারত্ব দূরীকরণে কোনো বিশেষ সাফল্যই দেখাতে পারেন নি বর্তমান প্রেসিডেন্ট ওবামা৷ তাই, ভোটারদেরকে ‘আরো ভালো' ও ‘নতুন' অ্যামেরিকার স্বপ্ন দেখিয়ে নিজে ক্ষমতায় আসতে চাইছেন তিনি৷

USA Wahlkampf Mitt Romney
ছবি: AP

নির্বাচনী প্রচারে রমনি বারবার বলছেন, ‘‘গত ক'বছর ধরে বারাক ওবামা তার সর্বোচ্চ চেষ্টা করেছেন বটে৷ কিন্তু এটাই অ্যামেরিকার সর্বোচ্চ চেষ্টা নয়৷''

অর্থাৎ আবারো ঘুরে ফিরে ওবামার নেতৃত্বের দুর্বলতাটিকেই সামনে আনতে চাইছেন রমনি৷

নভেম্বরের ছয় তারিখে অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন৷ নিজের সমর্থকদের প্রেরণা ও উৎসাহ যোগাতে রমনি আগাম বলেছেন, ‘‘ছয় নভেম্বরে আমরা জিতব৷''

রিপাবলিকান শিবির থেকে তৈরি হচ্ছেন রমনি৷ আর ডেমোক্র্যাট শিবিরে ওবামা নিচ্ছেন নিজের প্রস্তুতি৷ যুদ্ধক্ষেত্রে লড়ার জন্য একদিকে অর্থ সংগ্রহ করছেন৷ অন্যদিকে ধীরে ধীরে শুরু করছেন প্রচারকাজও৷ তারই অংশ হিসেবে গত মঙ্গলবারই দু'টো কলেজ ক্যাম্পাসে প্রচার কার্য চালিয়েছেন ওবামা৷

রমনি যখন ওবামার বিরুদ্ধে নানাবিধ কটু কথা বলছেন, কঠোর ভাষায় আক্রমণাত্মক সমালোচনা করছেন বর্তমান প্রেসিডেন্ট এর নেতৃত্ব নিয়ে – তখনো প্রতিদ্বন্দ্বীর নামে কোনো নেতিবাচক কথা নেই ওবামার মুখে৷

তিনি শুধু ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন, অ্যামেরিকার সংকট এখনো পুরোপুরি কাটে নি৷ এখনো এই দেশে প্রচুর বেকার পথে পথে কাজের জন্য ঘুরছে৷ কিন্তু ২০০৮ সালে সালে যে কঠিন অর্থনৈতিক মন্দা ছিল এখন তা আর নেই৷ এখনকার পরিস্থিতি আগের চেয়ে অনেক ভাল৷

তাঁর পক্ষ থেকে আরো বোঝানো হচ্ছে, গত ক' বছরে কয়েক লাখ নতুন চাকুরি তৈরি হয়েছে৷ ফলে কমেছে বেকারদের সংখ্যা৷

ওবামা ‘ব্যর্থ' বলে প্রচার করার চেষ্টা করছেন রমনি ও তাঁর সমর্থকরা৷ আর ওবামার সমর্থকরা বলছে, রমনি এলে আবারও ফিরে আসবে জর্জ ডাব্লিউ বুশের সেই পুরনো নীতি৷ যে নীতি ছিলো শুধুই ধনীদের পক্ষে৷

প্রতিবেদন: আফরোজা সোমা, (এপি, এফপি)

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য