অ্যামেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন
২৬ এপ্রিল ২০১২মঙ্গলবার আরো একগুচ্ছ জয় পেলেন মিট রমনি৷ প্রার্থী বাছাইয়ের প্রাথমিক নির্বাচনে কানেটিকাট, ডেলাওয়্যার, নিউ ইর্য়ক, পেনসিলভেনিয়া ও রোড আইল্যান্ডে বিজয়ী হয়েছেন তিনি৷
মঙ্গলবারে নির্বাচনের ফলাফল দেখে মার্কিন মিডিয়া জোর গলায় পূর্বাভাস দিয়েছে, রিপাবলিকান দলের হয়ে এবার রমনিই লড়বেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে৷ কারণ তাঁর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে টিকে থাকার মতো অবস্থানে আর কেউ নেই৷
ইতোমধ্যেই প্রেসিডেন্ট পদপ্রার্থীর বাসনা পরিত্যাগ করেছেন রিক স্যান্টোরাম৷ বারাক ওবামার বিরুদ্ধে রমনিকে বিজয়ী করতে যে কোনো রকম সাহায্য করতেই তিনি প্রস্তুত বলে ঘোষণাও দিয়েছেন৷
রমনি এখন আরো বেশি আত্মবিশ্বাসী৷ মঙ্গলবারের বিজয়ের পর সে রাতেই নিউ হ্যাম্পশায়ারে তাঁর সমর্থকদের সাথে কথা বলতে গিয়ে রমনি বলেন, ‘‘আজ রাতেই শুরু হলো নতুন আরেক ক্যাম্পেইন৷''
‘নতুন এই ক্যাম্পেইন' এর কথা বলে তিনি যে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত প্রতিযোগিতার ইঙ্গিত দিয়েছেন এটি বুঝতে বাকি রাখে নি কেউ৷
সমর্থকদেরকে রমনি আরো বলেছেন, ‘‘আজ রাতেই শুরু হলো ওবামা যুগের সমাপ্তির দিন৷ আমরা সবাই মিলে লিখব আরো ভালো ও নতুন এক অধ্যায়, আজকেই যার শুরুটা হলো৷''
মূলত বারাক ওবামাকে ‘‘মিথ্যে প্রতিশ্রুতি এবং দুর্বল নেতৃত্বের'' দায়ে অভিযুক্ত করছেন রমনি৷
তাঁর মতে, অর্থনৈতিক সংকট মোচনে, বেকারত্ব দূরীকরণে কোনো বিশেষ সাফল্যই দেখাতে পারেন নি বর্তমান প্রেসিডেন্ট ওবামা৷ তাই, ভোটারদেরকে ‘আরো ভালো' ও ‘নতুন' অ্যামেরিকার স্বপ্ন দেখিয়ে নিজে ক্ষমতায় আসতে চাইছেন তিনি৷
নির্বাচনী প্রচারে রমনি বারবার বলছেন, ‘‘গত ক'বছর ধরে বারাক ওবামা তার সর্বোচ্চ চেষ্টা করেছেন বটে৷ কিন্তু এটাই অ্যামেরিকার সর্বোচ্চ চেষ্টা নয়৷''
অর্থাৎ আবারো ঘুরে ফিরে ওবামার নেতৃত্বের দুর্বলতাটিকেই সামনে আনতে চাইছেন রমনি৷
নভেম্বরের ছয় তারিখে অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন৷ নিজের সমর্থকদের প্রেরণা ও উৎসাহ যোগাতে রমনি আগাম বলেছেন, ‘‘ছয় নভেম্বরে আমরা জিতব৷''
রিপাবলিকান শিবির থেকে তৈরি হচ্ছেন রমনি৷ আর ডেমোক্র্যাট শিবিরে ওবামা নিচ্ছেন নিজের প্রস্তুতি৷ যুদ্ধক্ষেত্রে লড়ার জন্য একদিকে অর্থ সংগ্রহ করছেন৷ অন্যদিকে ধীরে ধীরে শুরু করছেন প্রচারকাজও৷ তারই অংশ হিসেবে গত মঙ্গলবারই দু'টো কলেজ ক্যাম্পাসে প্রচার কার্য চালিয়েছেন ওবামা৷
রমনি যখন ওবামার বিরুদ্ধে নানাবিধ কটু কথা বলছেন, কঠোর ভাষায় আক্রমণাত্মক সমালোচনা করছেন বর্তমান প্রেসিডেন্ট এর নেতৃত্ব নিয়ে – তখনো প্রতিদ্বন্দ্বীর নামে কোনো নেতিবাচক কথা নেই ওবামার মুখে৷
তিনি শুধু ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন, অ্যামেরিকার সংকট এখনো পুরোপুরি কাটে নি৷ এখনো এই দেশে প্রচুর বেকার পথে পথে কাজের জন্য ঘুরছে৷ কিন্তু ২০০৮ সালে সালে যে কঠিন অর্থনৈতিক মন্দা ছিল এখন তা আর নেই৷ এখনকার পরিস্থিতি আগের চেয়ে অনেক ভাল৷
তাঁর পক্ষ থেকে আরো বোঝানো হচ্ছে, গত ক' বছরে কয়েক লাখ নতুন চাকুরি তৈরি হয়েছে৷ ফলে কমেছে বেকারদের সংখ্যা৷
ওবামা ‘ব্যর্থ' বলে প্রচার করার চেষ্টা করছেন রমনি ও তাঁর সমর্থকরা৷ আর ওবামার সমর্থকরা বলছে, রমনি এলে আবারও ফিরে আসবে জর্জ ডাব্লিউ বুশের সেই পুরনো নীতি৷ যে নীতি ছিলো শুধুই ধনীদের পক্ষে৷
প্রতিবেদন: আফরোজা সোমা, (এপি, এফপি)
সম্পাদনা: সঞ্জীব বর্মন