1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এভাবে পানিতে ঝাঁপাতে পারবেন!

২৬ জুলাই ২০১৮

সাঁতার তো অনেকেই কাটতে পারে৷ কিন্তু সাঁতার না জেনেই এমন নির্ভীক ভঙ্গিমায় কজন ঝাঁপাতে পারবেন পানিতে? সেই সাহস দেখিয়ে ভাইরাল হয়েছে দু'বছরের এক বাচ্চা৷

https://p.dw.com/p/3261i
ছবি: picture-alliance/dpa/A. Weigel

বাসার পেছনেই সুইমিং পুল৷ সেখানেই দুই সন্তানকে সাঁতার কাটতে নিয়ে এসেছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার কোরিনা কাসানোভা৷ সতর্কতার জন্য বাচ্চাদের দু'হাতে অবশ্য পড়িয়ে দেয়া হয়েছে বাতাসভর্তি প্যাড৷

পানিতে নামার সাহস জোগাতে দুই সন্তানের সাথে নিজেও সাঁতারের প্রস্তুতি নেন তিনি৷ কিন্তু ১, ২, ৩ বলে পানিতে ডাইভ দেয়ার পর দেখা গেলো, শুধু কাসানোভাই পানিতে, তাঁর বাচ্চাদুটো তখনও দাঁড়িয়ে আছে পুলের পাশেই৷

একসময় বড় ছেলেও ডাইভ দেয়ার চেষ্টা করে পানিতে ঝাঁপ দেয়৷ কিন্তু কী করা যায় বুঝতে না পেরে তখনও একা দাঁড়িয়ে ছোট ছেলে ডিকন৷

সুইমিং পুল থেকে মাকে শোনা যায় উৎসাহ দিতে৷ একসময় সাহস সঞ্চয় করে সোজা উপুড় হয়ে পুলের পানিতে পড়ে যায় ডিকন৷

দু'বছরের ডিকনের এই কিউট সাহসে মজা পেয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যাবহারকারীরা৷ ১৫ জুলাই আপলোড করা ভিডিও এরই মধ্যে দেখা হয়েছে ৭৭ লাখ বার৷ ৩৫ হাজার লাইকের পাশাপাশি কমেন্ট করেছেন ২১ হাজার মানুষ৷

এডিকে/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য