আমরা থেমে যাব না
২ নভেম্বর ২০১৫দু'দফা এই হামলার প্রতিবাদ এবং বিচারের দাবিতে আন্দোলনে নেমেছেন প্রকাশকরা৷ তাঁরা বই বিক্রি বন্ধ রেখে প্রতিবাদ জানাচ্ছেন৷ আন্দোলন সংঘটনে নেতৃত্ব দিচ্ছেন শ্রাবণ প্রকাশনীর কর্ণধার রবিন আহসানসহ তরুণ প্রকাশকরা৷ রবিন আহসানসহ ডয়চে ভেলেকে জানান, ‘‘শুদ্ধস্বরের টুটুল এখন আশঙ্কা মুক্ত৷ রবিবার রাতে হাসপাতালে তাঁকে দেখতে গেলে সে আমার হাত চেপে ধরে বলে, ভাই আপনারা সরে যান, ওরা সবাইকে মেরে ফেলবে, বাঁচতে দেবে না৷''
তাহলে আপনারা কি প্রকাশনা ব্যবসা ব্যবসা ছেড়ে দেবেন? এমন প্রশ্নের জবাবে রবিন আহসান বলেন, ‘‘আমরা ভয়ে প্রকাশনা ব্যবসা ছেড়ে দেবো না৷ কিন্তু আমাদের নিরাপত্তা তো দিতে হবে৷ প্রকাশকদের হত্যা করা হচ্ছে, লেখকদের হত্যা করা হচ্ছে৷ হত্যা করা হচ্ছে ব্লগারদের৷ কোনো বিচার হচ্ছে না৷ ওরা চায় বই প্রকাশ না হোক৷ বই ছাপা না হোক৷''
তিনি বলেন, ‘‘আমরা আমাদের নিরাপত্তার জন্য মাঠে নেমেছি, কিন্তু আর কেউ মাঠে নামছে না৷ অথচ এই হামলা যে কারুর ওপর হতে পারে৷''
রবিন আহসান জানান যে, তাঁরা সারাদেশের জেলা প্রশাসকদের কাছে নিরাপত্তার জন্য স্মারক লিপি দিয়েছেন৷ নিজেদের মধ্যে বৈঠক করছেন পরবর্তী করণীয় নিয়ে৷ নিরাপত্তার বিয়টি এখন তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ তিনি আরো বলেন, ‘‘আমরা এই পরিস্থিতির মধ্যে প্রকাশনা ব্যবসা চালিয়ে যেতে চাইলেও, আমাদের স্ত্রী সন্তানরা তো দেবে না৷ কে চায় স্বামী বা বাবাকে হারাতে? কে চায় সন্তান হারতে?''