1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এশিয়ার মুসলিম নারী অ্যাথলেটদের জীবন যেমন

যুবায়ের আহমেদ | আয়ু পূর্বানিংসিহ
২৮ জানুয়ারি ২০২০

এশিয়ার অনেক দেশে মুসলিম নারী খেলোয়াড়রা পোশাকের জন্য সমালোচিত হন৷ বাংলাদেশের মতো কোনো কোনো দেশে রক্ষণশীলতা এখনো সে পর্যায়ে যায়নি৷ তবু পুরুষতান্ত্রিক মনোভাবের কারণে নিয়মিতই তাাদের হতে হয় বৈষম্যের শিকার৷

https://p.dw.com/p/3Wuji
2018 Asian Games Defia Rosmaniar
ছবি: picture alliance / Photoshot

ইন্দোনেশিয়ার এরিস সুশান্তি রাহায়ু একজন ‘স্পিড ক্লাইম্বিং' খেলোয়াড়৷ ২৫ বছর বয়সী এই মুসলিম নারী হিজাব পরেন৷ তারপরও চারপাশের মানুষের সমালোচনা কানে আসে তাঁর৷

‘‘(মানুষের কথা শুনে) মাঝে মাঝে মনে হয় যেন আমি নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছি৷ যেমন, ‘লেগিংস' পরতে হয় আমাদের৷ এটি একটি আঁটোসাঁটো পোশাক৷ কিন্তু কী করতে পারি? একজন অ্যাথলেট হিসেবে আমাকে পেশাদার হতে হবে,'' ডয়চে ভেলেকে বলেন রাহায়ু৷

রাহায়ু দ্বিমুখী সমালোচনার শিকার৷ কখনো তিনি যেমন কাপড় আঁটোসাঁটো কেন সে প্রশ্নের মুখোমুখি হন, তেমনি হিজাব পরে তিনি কেমন করে খেলেন সে প্রশ্নও তোলা হয়৷ ‘‘মুসলিম নারী হিসেবে আমি আমার সীমাবদ্ধতাও জানি৷ তাই আমার হিজাব নিয়ে মানুষ যা বলে তাও আমি পাত্তা দেই না,'' বলেন রাহায়ু৷

ক্লাইম্বিং স্পোর্টসে ক্ষিপ্রতার জন্য নিজ দেশে ‘স্পাইডারওমেন' হিসেবে পরিচিত রাহায়ু৷ ২০১৯ চীন ক্লাইম্বিং ওয়ার্ল্ড কাপে তিনি ১৫ মিটারের ইভেন্টে স্বর্ণ জেতেন৷ এমনকি ৬.৯৯৫ সেকেন্ডে ইভেন্ট শেষ করে বিশ্বরেকর্ড গড়েন৷

অন্যদিকে, বাংলাদেশি ফুটবল কোচ মিরোনা হিজাব পরেন না৷ কিন্তু মুসলিম হিসেবে নিয়মিত নামাজ পড়েন৷ এই নারী সাবেক জাতীয় ফুটবলার৷ যখন খেলোয়াড় ছিলেন তখন তাঁকে জার্সি ও শর্টস পরতে হত৷

‘‘আমি যখন প্রথম অনুশীলন শুরু করি, তখন স্টেডিয়ামের বাইরে থেকে অনেকে অনেক বাজে বাজে কথা বলত৷ কারণ আমরা খেলোয়াড়ের পোশাক পরতাম৷ এগুলো এত বাজে কথা ছিল যে ভাষায় প্রকাশ করা যায় না৷ অনেকবার ভেবেছি যে আর কখনো মাঠে ফিরে যাব না,'' ডয়চে ভেলেকে বলেন মিরোনা৷

কিন্তু খেলার প্রতি টান তাঁকে বারবার ফিরিয়ে নিয়ে গেছে মাঠে৷ তিনি নারী জাতীয় দলের হয়ে ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত খেলেছেন৷

‘‘অথচ এখন যখন আমার ছবি বা সাক্ষাৎকার পত্রিকায় ছাপা হয়, সেই মানুষগুলোই আমাকে শুভেচ্ছা জানান,'' বলেন মিরোনা৷ 

২০১৮ সালের ২৪ ডিসেম্বর মিরোনা বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী কোচ হিসেবে একটি পেশাদার ফুটবল ক্লাবের দায়িত্ব নেন৷ নতুন ক্লাব ঢাকা সিটি এফসিতে প্রধান কোচ হিসেবে যোগ দেন তিনি৷

বাংলাদেশ ও ইন্দোনেশিয়া দু'দেশেই ৯০ ভাগের বেশি মুসলিম৷ এই জনসংখ্যার প্রায় অর্ধেক নারী৷ কিন্তু সে অনুপাতে তাদের ক্রীড়াতে অংশগ্রহণ খুবই নগণ্য৷

 

রাহায়ুর হিজাব ও ক্রীড়াজীবন

ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভা প্রদেশের গ্রোবোগান এলাকায় ১৯৯৫ সালের ২১ মার্চ জন্ম রাহায়ুর৷ ছোটবেলায় পার্কে ও বাড়ির উঠোনে গাছ বাইতেন তিনি৷ তবে ২০০৭ সালে একে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে সাহায্য করে তাঁর স্কুল৷ সেই থেকে শুরু৷

আন্তর্জাতিক পরিসরে তাঁর ডেব্যু হয় ২০১৭ সালে৷ ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ স্পোর্ট ক্লাইম্বিং বা আইএফসি ওয়ার্ল্ডকাপে তিনি সে বছর রৌপ্যপদক জেতেন৷ একই বছর তেহরানে এশিয়ান চ্যাম্পিয়নশিপে তৃতীয় হন৷

2018 Asian Games Aries Susanti Rahayu
২০১৮ এশিয়ান গেমস জেতার পর ইন্দোনেশিয়ার এরিস সুশান্তি রাহায়ুছবি: Reuters/E. Su

২০১৮ এশিয়ান গেমসে স্বর্ণ জিতে নিজ দেশে জনপ্রিয়তা পান রাহায়ু৷ আর ২০১৮ বিশ্বকাপ জিতে কাগজে কলমে জনপ্রিয়তার চূড়ায় চড়ে বসেন এই নারী৷ অনেক নারী হিজাব পরে খেলতে স্বচ্ছন্দ বোধ করেন না৷ কিন্তু রাহায়ু নিজের পছন্দেই এটি পরে থাকেন৷

‘‘আমার মতে একজন মুসলিম নারীর পরিচয় হলো তাঁর হিজাব,'' বলেন তিনি৷ ‘‘এমনকি খেলাতেও নিজের শরীর ঢাকা গুরুত্বপূর্ণ বলে মনে করি আমি৷''

মুসলিমপ্রধান দেশগুলোতে মেয়েদের ওপর পোশাক চাপিয়ে দেয়ার প্রবণতা যেমন দেখা যায়, তেমনি পশ্চিমা বিশ্বে অনেকেই হিজাব পরা নারী দেখলেই ভাবেন তারা বৈষম্যের শিকার হয়েছে৷ রাহায়ু কারো অনুভূতিতেই আঘাত করতে চান না৷ যার যার নিজস্ব পোশাক বেছে নেয়ার অধিকার আছে বলে তিনি মনে করেন৷

তিনি বলেন, ‘‘আমি বহুদিন ধরে হিজাব পরি৷ আমি মুসলিম প্রধান আমার দেশের হয়ে কিছু করতে পারছি তাতেও খুব গর্ববোধ করি৷ হিজাব পরা নারীরও বড় অর্জন থাকতে পারে৷'' তিনি যোগ করেন,‘‘বড় কথা হলো আমি কারো ক্ষতি তো করছি না৷''

এ বিষয়ে ইন্দোনেশিয়ার ইসলামিক স্কলার আলামসিয়াহ এম. দ্জাফর বলেন, নারীদের খেলাধুলায় অংশ নেয়ার অধিকার আছে৷ এমনকি তারা কী পোশাক পরবে সে সিদ্ধান্ত নেয়ার অধিকারও আছে৷

‘‘নারীদের দৃষ্টিভঙ্গি ও পছন্দকে সম্মান দেখাতে হবে,'' ডয়চে ভেলেকে বলেন দ্জাফর৷ ‘‘দ্বিতীয়ত, হিজাব বা বুরকা নিয়ে আলেমদের ভিন্ন ভিন্ন মত আছে৷ তৃতীয়ত, ইন্দোনেশিয়ার নিজস্ব পোশাকের ঐতিহ্য ও ইতিহাস রয়েছে৷ এর মধ্যে যারা হিজাব বা বুরকাকে বাধ্যতামূলক মনে করেন, তাদের দৃষ্টিভঙ্গিকেও সম্মান দেখাতে হবে৷''

আর রাহায়ু মনে করেন, খেলা হোক, পড়াশোনা হোক, কিংবা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, মেয়েদের ও ছেলেদের সমান সুযোগ থাকা উচিত৷

 

কবে হবে সমান সুযোগ?

এদিকে, মিরোনা যখন প্রথমবার ছেলেদের কোনো পেশাদার দলের প্রধান কোচ হবার খবর পান স্বভাবতই খুব উচ্ছ্বসিত হন৷ একইসঙ্গে কিছুটা অস্বস্তিও তৈরি হয়৷

‘‘আমার স্যার আমাকে বলেন, একজন মা যদি তাঁর সন্তানদের বড় করতে পারেন, তবে তুমি কেন পারবে না? বাইরের দেশে মেয়েরা করছে না? তুমি কেন পারবে না,'' ডয়চে ভেলেকে বলেন তিনি৷ ‘‘আমি এতে অনুপ্রাণিত হই এবং ভাবি যে, হ্যাঁ আমিও পারব৷''

তাহলে কেমন ছিল প্রথম বছরটি? ২০১৮ সালের ডিসেম্বরে দায়িত্ব নেবার পর প্রথম তিন মাস পর কিছুটা বিরতি পরে তাঁর৷ সেই তিন মাসে ১০টি ম্যাচ খেলে তাঁর দল৷ এর চারটিতে জয় পায় সিটি ক্লাব৷ আর তিনটিতে ড্র করে এবং তিনটিতে পরাজিত হয়৷

মাত্র ২৫ বছর বয়সে কোচের দায়িত্ব নেন মিরোনা৷ আর্থিক কারণে ২০১৫ সালে খেলোয়াড় ক্যারিয়ারের ইতি টানতে হয় তাঁর৷ মিরোনা বলেন, খেলোয়াড় থেকে কোচ পুরো পথটাই ছিল অনেক কঠিন৷

Bangladesch erste weibliche Trainerin der Herrenmannschaft
অনুশীলনের ফাঁকে বাংলাদেশের ফুটবল কোচ মিরোনা৷ ছবি: Privat

‘‘আমাদের মত মুসলিম প্রধান দেশে এমনিতেই মেয়েরা খেলাধুলায় অনেক পিছিয়ে,'' তিনি বলেন৷ ‘‘সম্প্রতি অবশ্য মেয়েরা বয়সভিত্তিক থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ভালো করছে৷''

বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চলের জেলা বাগেরহাটের একটি গ্রামে জন্ম মিরোনার৷ শুরু থেকে পরিবার পক্ষে থাকলেও আশেপাশের মানুষদের কাছ থেকে তেমন সমর্থন পাননি তিনি৷

‘‘প্রথম বাধা আছে আশেপাশের মানুষদের কাছ থেকে৷ তারা বলত, মেয়েরা কেন ফুটবল খেলবে, ছেলেদের মতো ড্রেস পরবে বা মাঠে গিয়ে খেলবে৷ তারা স্বাভাবিকভাবে বিষয়টি নেননি,'' বলেন তিনি৷ পরে যখন মিরোনা একের পর এক সাফল্য আনতে লাগলেন তখন এলাকার মানুষের দৃষ্টিভঙ্গি বদলেছে৷ ‘‘এখন তারা আমাকে নিয়ে গর্ব করে,'' বলেন তিনি৷

বাংলাদেশে শুরু থেকেই মেয়েরা খেলোয়াড়দের পোশাক পরেন৷ সবসময়ই বাধাগুলো ছিল সামাজিক পর্যায়ের৷ কিন্তু ২০০৩ সালে যখন মেয়েদের স্কুল ফুটবল চালু হয়, তখন কিছু রক্ষণশীল ইসলামিক গোষ্ঠী প্রতিবাদ শুরু করেন, যদিও তা ধোপে টেকেনি৷

বাংলাদেশি মানবাধিকার কর্মী এলিনা খান বিষয়টিকে ব্যাখ্যা করেন সমাজের মানুষের সচেতনতার অভাব ও পুরুষতান্ত্রিক মানসিকতা হিসেবে৷

‘‘মেয়েরা এগিয়ে যাওয়ার পথে পুরুষতান্ত্রিক সমাজের বাধা সবসময়ই ছিল৷ আগে হয়তো সামাজিক গণমাধ্যম ছিল না, তাই এতটা বোঝা যেত না,'' বলেন তিনি৷ ‘‘আগে তারা মেয়েরা কেন এত দেরি করে বাইরে থাকে, এমন যুক্তি দিতেন, এখন পোশাক নিয়ে কথা বলেন৷'' তবে ক্রীড়াক্ষেত্রে পোশাক-আশাক নিয়ে কখনো কথা ওঠেনি বলে জানান এলিনা খান৷

মিরোনাও মনে করেন, মেয়েদের এখনো অনেক পথ পাড়ি দিতে হবে৷ কারণ, এই পথে বাধা পুরুষ সহকর্মীদের মানসিকতা৷

‘‘কোচদের প্রশিক্ষণ যখন শুরু হয় তখন অনেকে আমাদের নিয়ে ঠাট্টা করতেন৷ তারা ভুলে যেতেন যে আমাদের কোচ হবার যোগ্যতা আছে৷ যেমন আমরা ২০-২৫ জন ট্রেনিং করতাম৷ সবসময় ৭ থেকে ১০ এর মধ্যে থাকতাম৷ এর অর্থ আমাদের চেয়েও খারাপ করতেন অনেক ছেলে কোচ৷''

মিরোনা তাঁর চলার পথে অনেকের মানসিকতা পরিবর্তন করতে পেরেছেন৷ সেই চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছেন৷

‘‘আমি খেলোয়াড়দের সবসময় বলি, তোমাদের সামনে কে দাঁড়িয়ে আছে সেটা দেখোনা৷ দেখো কী তুলে ধরা হচ্ছে৷ সেটা অনুসরণ করো,'' ডয়চে ভেলেকে বলেন মিরোনা৷

এই নারী বাংলাদেশের সেরা কোচদের একজন হতে চান৷ কোচ হিসেবে মেয়েদের ও ছেলেদের জাতীয় দলের নেতৃত্ব দিতে চান৷

রাহায়ু ও মিরোনা, এই দুই নারীই তাদের স্বপ্নের শিখরে পৌঁছাতে চান৷ সেজন্য তারা চান সবার সহযোগিতা৷ তাদের আশা, সমাজ পোশাক দিয়ে নারীদের বিবেচনা করবে না, বিবেচনা করবে তাদের কাজ দিয়ে৷

 

গত বছরের ছবিঘরটি দেখুন: