সরকার গঠনের সম্ভাবনায় কালো ছায়া
১৫ জানুয়ারি ২০১৮জার্মানিতে অবশেষে সরকার গঠন করার পথে কিছুটা আশার আলো দেখা গেলেও আবার কিছুটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে৷ এসপিডি দল জোট গঠন নিয়ে আলোচনা শুরু করতে ইউনিয়ন শিবিরের সঙ্গে বোঝাপড়ায় এলেও দলের মধ্যে সেই বোঝাপড়া নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে৷ কিছু অংশ নতুন করে বোঝাপড়ার দাবিও জানাচ্ছে৷ আগামী সপ্তাহান্তে দলীয় সম্মেলনে সেই অসন্তোষ বড় আকার ধারণ করলে এসপিডি নেতা মার্টিন শুলৎস অত্যন্ত অস্বস্তিকর অবস্থায় পড়বেন৷ দলের সদস্যরা মহাজোটে যোগদানের বিপক্ষে রায় দিলে তাঁর রাজনৈতিক জীবন কার্যত শেষ হয়ে যাবে বলেও কিছু মহল মনে করছে৷ শুধু শুলৎস নন, দলের গোটা নেতৃত্বের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে৷ দলের বিক্ষুব্ধ অংশের প্রতি তাঁদের বার্তা হলো, জোট গঠন করার লক্ষ্যে প্রাথমিক বোঝাপড়া হয়েছে মাত্র৷ দলের সবুজ সংকেত পেলে সরকার গড়তে আসল আলোচনা শুরু হবে৷ সেখানে যথেষ্ট দর কষাকষির অবকাশ রয়েছে৷
চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ইউনিয়ন শিবির এসপিডি দলের মধ্যে এমন অসন্তোষ নিয়ে অত্যন্ত বিরক্তি প্রকাশ করেছে৷ সিডিইউ ও সিএসইউ দলের একাধিক নেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দুই পক্ষের নেতারা মিলে যে আনুষ্ঠানিক বোঝাপড়ায় এসেছেন, সেটাই চূড়ান্ত৷ এসপিডি দলকে তার ভিত্তিতেই জোট গঠন সংক্রান্ত আলোচনায় যোগ দিতে হবে৷ নতুন করে দর কষাকষির কোনো অবকাশ নেই৷ তাঁরা এসপিডি দলের বিক্ষুব্ধ নেতাদের আরও মনে করিয়ে দিয়েছেন যে, সরকার গড়ার সম্ভাবনা উজ্জ্বল করতে ইউনিয়ন শিবিরকেও অনেক ছাড় দিতে হয়েছে৷ এসপিডি দলকে সতর্ক করে দিয়ে সিডিইউ নেত্রী উরুসুলা ফন ডেয়ার লাইয়েন বলেছেন, স্থিতিশীল সরকার গড়তে নির্ভরযোগ্য সহযোগীর প্রয়োজন৷
গত নির্বাচনে ঐতিহাসিক বিপর্যয়ের পর জার্মানির এসপিডি দলের নেতা মার্টিন শুলৎস আরও একবার মহাজোট সরকারে যোগ দেবার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন৷ কিন্তু দেশের স্থিতিশীলতার স্বার্থে তিনি শেষ পর্যন্ত আবার ইউনিয়ন শিবিরের সঙ্গে আলোচনা করতে রাজি হন৷ তবে বিশেষ করে তরুণ নেতারা এখনো মহাজোটের বিরোধিতা করে চলেছেন৷ ফলে আগামী রবিবার বন শহরে এসপিডি সম্মেলনে এ বিষয়ে তুমুল তর্ক-বিতর্ক হবে বলে অনুমান করা হচ্ছে৷
এসবি/এসিবি (ডিপিএ, এএফপি)