যুক্তরাষ্ট্রে অচলাবস্থা
৪ অক্টোবর ২০১৩অর্থ বরাদ্দ সংক্রান্ত বিল নিয়ে ক্ষমতাসীন ডেমোক্র্যাট আর প্রধান বিরোধী দল রিপাবলিকানদের দ্বন্দ্বের জেরে যুক্তরাষ্ট্রের কয়েক লক্ষ কর্মীর ভোগান্তি চরমে উঠছে৷ রিপাবলিকানরা আগে থেকেই প্রেসিডেন্ট ওবামার স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিলের বিরোধীতা করে আসছে৷ তারই পরিণামে এখন বাজেট সংকট৷ প্রেসিডেন্ট বারাক ওবামার আগামী সপ্তাহেই এশিয়া সফর করার কথা ছিল৷ কিন্তু অর্থ বরাদ্দ সংক্রান্ত জটিলতার কারণে আগেই মালয়েশিয়া এবং ফিলিপিন্স সফর বাতিল করেছিলেন ওবামা৷ বৃহস্পতিবার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতার (অ্যাপেক) সম্মেলনে যোগ দিতে তিনি ইন্দোনেশিয়াতে যাচ্ছেন না, ব্রুনেইয়ে আরেকটি সম্মেলনেও তাঁর যোগ দেয়া হবে না৷ তাঁর পরিবর্তে সম্মেলনে যোগ দেবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি৷
এদিকে বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসের কাছেই ছড়িয়ে পড়েছিল আতঙ্ক৷ হোয়াইট হাউসের কাছের রাস্তা ধরে একটি গাড়ি ছুটে এলে পুলিশ গাড়িটিকে ধাওয়া করে৷ ক্যাপিটল ভবন থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে থাকতেই গাড়ির চালককে গুলি করে হত্যা করা হয়৷ গাড়িটি মিরিয়াম কেরি নামের এক নারীর৷ ধারণা করা হচ্ছে, তিনিই তখন গাড়িটি চালাচ্ছিলেন৷ পুলিশ জানিয়েছে, গাড়িতে মিরিয়ামের সঙ্গে এক বছর বয়সি এক শিশুও ছিল৷ শিশুকে উদ্ধার করা হলেও গাড়ির চালক পুলিশের গুলিতে নিহত হয়েছেন৷
এসিবি/ডিজি (রয়টার্স)