কন্ডোম ব্যবহার নিয়ে গণভোট!
৩০ অক্টোবর ২০১৬আগামী ৮ই নভেম্বর ক্যালিফোর্নিয়ায় গণভোট৷ পর্নো ইন্ডাস্ট্রির অভিনেতা ও প্রযোজকরা এমন আইন প্রণয়নের বিরোধী৷ তাঁরা বলছেন, এর ফলে যৌনচিত্র শিল্পে কর্মীদের নিরাপত্তা বাড়বে না, বরং কোটি কোটি ডলারের শিল্পটি ক্যালিফর্নিয়া ছেড়ে চলে যাবে৷
অন্যদিকে ‘কন্ডোমস ইন পর্নোগ্র্যাফিক ফিল্মস ইনিশিয়েটিভ'-এর মুখ্য উদ্যোক্তা লস এঞ্জেলেসের এইডস হেল্থকেয়ার ফাউন্ডেশন বলছে, এই বিল যৌনকর্মীদের ঠিক সেই ধরণের সুরক্ষা দেবে, যা ইতিমধ্যেই রাজ্যের হাসপাতাল কর্মী ও অন্যান্যদের দেওয়া হচ্ছে, কেননা তারা পেশাগতভাবে সংক্রামক রোগের সংস্পর্শে এসে থাকেন৷
নথিভুক্ত ভোটারদের স্বাক্ষর করা পিটিশনের বলে এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে৷ এই প্রস্তাব গৃহীত হলে পর্নো ছবির সেটে কন্ডোম না দেওয়া, অথবা তার ব্যবহার নিশ্চিত না করার অর্থদণ্ড হবে এক হাজার থেকে সাত হাজার ডলার৷ জেনে-শুনে কন্ডোমের ব্যবহার নিশ্চিত না করার ফলে যদি কারো মৃত্যু ঘটে বা ‘দীর্ঘমেয়াদি শারীরিক প্রতিবন্ধকতার' সৃষ্টি হয়, তবে ১৫ লাখ ডলার পর্যন্ত অর্থদণ্ড দিতে হতে পারে৷
ক্যালিফর্নিয়ার পর্নো ফিল্ম প্রোডাকশন সাইটগুলির অধিকাংশ লস এঞ্জেলেসে৷ সেখানে ২০১২ সাল থেকেই পর্নো ফিল্ম তৈরিতে কন্ডোমের ব্যবহার বাধ্যতামূলক৷ নতুন প্রস্তাবটি সেই নির্দেশনাকে আরো সম্প্রসারিত করবে৷ মুশকিল এই যে, রাজ্যের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ অভিযোগ না পেলে সক্রিয় হয় না৷
সাম্প্রতিক প্রস্তাব অনুযায়ী ক্যালিফর্নিয়া রাজ্যের প্রাপ্তবয়স্কদের জন্য ছবি বা দের অভিনেতাদের কন্ডোম দিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে, শুটিংয়ের সময় কন্ডোম ব্যবহার করা হচ্ছে৷ ফিল্মের চূড়ান্ত সংস্করণে কন্ডোম না দেখা গেলে আপত্তি নেই, কিন্তু প্রযোজকদের প্রয়োজনে প্রমাণ করতে হবে যে, কন্ডোম ব্যবহার করা হয়েছে৷
জরিপ থেকে দেখা যাচ্ছে যে, রাজ্যের ভোটারদের ৫৩ শতাংশ ৬০ নম্বর প্রস্তাবটির পক্ষে, যদিও রাজ্যের ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান, উভয় দলই এই প্রস্তাবের বিরুদ্ধে৷
এসি/এসিবি (ডিপিএ)