1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা: জার্মানির পাঁচ রাজ্যে স্কুল বন্ধের ঘোষণা

১৩ মার্চ ২০২০

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সারলান্ড, বাভারিয়া, লোয়ার সাক্সোনি, বার্লিন ও নর্থরাইন ওয়েস্টফালিয়া রাজ্য সোমবার থেকে সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে৷

https://p.dw.com/p/3ZLra
Coronavirus in Deutschland Esslingen Drive-through-Test
ছবি: AFP/T. Kienzle

করোনায় এখন পর্যন্ত ছয়জন মারা গেছেন৷ আক্রান্তের সংখ্যা দুই হাজার তিনশ ছাড়িয়েছে৷

এদিকে, আগামী মঙ্গলবার থেকে ২ এপ্রিল পর্যন্ত জার্মানির প্রথম ও দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ তবে এই সপ্তাহের ম্যাচগুলো দর্শকহীন অবস্থায় অনুষ্ঠিত হবে৷

করোনার কারণে ক্ষতিগ্রস্ত জার্মান কোম্পানি ও কর্মীদের আর্থিক সহায়তা দিতে কমপক্ষে ৫৫০ বিলিয়ন ইউরোর আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই জার্মানির সবচেয়ে বড় আর্থিক প্রণোদনার ঘটনা৷

ইতিমধ্যে লাইপসিশ বইমেলা, আগামী এপ্রিলে নির্ধারিত ম্যার্কেলের দলের সম্মেলন বন্ধ করা হয়েছে৷ হানোফার শিল্পমেলাও পিছিয়ে দেয়া হয়েছে৷

জার্মান কালচারাল কাউন্সিল বলছে, বাণিজ্যমেলাসহ বিভিন্ন অনুষ্ঠান বাতিল হওয়ায় সাংস্কৃতিক ও গণমাধ্যম খাত ‘ব্যাপক ক্ষতিগ্রস্ত' হয়েছে৷

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল অপ্রয়োজনীয় পাবলিক ইভেন্ট বাতিলের আহ্বান জানিয়েছেন৷ বৃহস্পতিবার তিনি এক সংবাদ সম্মেলনে এক হাজারের কম মানুষ জমায়েত হয়, এমন অনুষ্ঠান বাতিল করা উচিত বলে মন্তব্য করেন৷ এর আগে এক হাজারের বেশি মানুষ জমায়েত হতে পারে এমন অনুষ্ঠান বাতিলের আহ্বান জানিয়েছিল কর্তৃপক্ষ৷

জেডএইচ/এসিবি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য