1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

তুরস্কের প্রবীণদের জন্য খাবার প্যাকেট বিতরণ

৩০ মার্চ ২০২০

আগামী সোমবার থেকে তুরস্কের ইস্তানবুলে ৫০ হাজার প্রবীণকে তিন লাখ খাবারের প্যাকেট সরবরাহ করা হবে৷ ৬৫ বছর এর ওপরে বয়সি আয় রোজগারহীন প্রবীণেরা এ খাবার পাবেন৷

https://p.dw.com/p/3aBFH
ছবি: picture alliance/zb/M. Tödt

পরিচিত দাতাসংস্থা গেটির ডেলিভারি সার্ভিস থেকেই প্যাকেট খাদ্য পৌছানো হবে৷

ফুসফসের রোগ কোভিড ১৯ ছড়িয়ে পড়ার কারণে  সারা দেশে কারফিউ জারি করা হয়েছে প্রবীণদের জন্য, যাদের ৬৫ এর ওপরে বয়স এবং কোনো ক্রনিক অসুখ রয়েছে৷ 

গত বৃহস্পতিবার সন্ধ্যায় তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কসা নতুন পরিসংখ্যান প্রকাশ করেন, যাতে আরো ১৬ ব্যক্তি নভেল করোনা ভাইরাস সংক্রমণে মারা গেছেন৷ এর মধ্য দিয়ে তুরস্কে করোনা সংক্রমণে অফিসিয়াল মৃতের সংখ্যা দাড়ালো ৭৫এ৷

স্বাস্থ্যমন্ত্রীর দেয়া আগের তথ্য অনুযায়ী এ পর্যন্ত করোনায় সংক্রমণের সংখ্যা ছিলো তিন হাজার ৬২৬, তবে কোন শহরে কতজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে তা সরকারীভাবে এখনো জানানো হয়নি৷

করোনা সংক্রমণ আরো বেশি ছড়িয়ে না পড়ার জন্য  আঙ্কারায় কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে , তার মধ্যে রয়েছে স্কুল, বিশ্ববিদ্যালয়, ক্যাফে, বার ইত্যাদি বন্ধ রাখা .তাছাড়া ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বাতিল করা হয়েছে এবং মসজিদে জামাতে নামাজ পড়া নিষিদ্ধ করা হয়েছে৷

শুক্রবার সকালে আঙ্কারায় স্বরাষ্ট্র মন্ত্রী জানান,  এখন থেকে বাজারে শুধু অপরিহার্য খাদ্য সামগ্রী বিক্রি করা হবে. ক্রেতাদের সাথে যোগাযোগ কমাতে খোলা অবস্থায় থাকা  ফল, সবজিগুলো এখন প্যাকেটের মধ্যে রাখতে হবে. পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পোশাক, খেলনা, ব্যাগ ইত্যাদি বিক্রি বন্ধ থাকবে৷

এনএস/কেএম (ডিপিএ)