করোনা মহামারির প্রথম পর্যায় শেষ: ম্যার্কেল
৬ মে ২০২০করোনা সংকটের কারণে জার্মানিতে কড়াকড়ির মেয়াদ ৫ই জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিলেন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও রাজ্যের মুখ্যমন্ত্রীরা৷ বুধবার ভিডিও কনফারেন্সে তাঁরা সেইসঙ্গে আরও কিছু নিয়ম শিথিল করার ঘোষণা করলেন৷ ম্যার্কেল বলেন, করোনা মহামারির প্রথম পর্যায় শেষ হয়ে গেছে৷ তাঁর মতে, জার্মানির মানুষ এতদিন বিধিনিয়ম মেনে চলায় তার সুফল পাওয়া যাচ্ছে৷ ভবিষ্যতেও মানুষের আচরণের উপর বর্তমান সংকটের গতিপ্রকৃতি নির্ভর করবে৷ ম্যার্কেল আরও মনে করিয়ে দেন, যে জার্মানির ফেডারেল কাঠামোর কারণে প্রত্যেক রাজ্য নিজস্ব পথ বেছে নিলেও সামাজিক ব্যবধানের মতো মৌলিক প্রশ্নে দেশজুড়ে একই নীতি বজায় থাকছে৷
সার্বিকভাবে বিধিনিয়ম শিথিল হবার কারণে সংক্রমণের ঝুঁকি অবশ্যই বেড়ে যাচ্ছে৷ স্থানীয় বা আঞ্চলিক স্তরে সংক্রমণ আচমকা বেড়ে গেলে সেই এলাকার জন্য কড়াকড়ি আবার চালু করার ব্যবস্থা থাকবে৷ অর্থাৎ প্রয়োজনে যে কোনো অনুমতি প্রত্যাহার করে নেওয়া হবে৷ সেই লক্ষ্যে স্পষ্ট নীতিমালা স্থির করা হয়েছে৷
জার্মানির রাজ্যগুলি পরিস্থিতি অনুযায়ী নিজস্ব সিদ্ধান্ত নিচ্ছে৷ সেইসঙ্গে ফেডারেল স্তরেও কিছু বিধিনিয়ম শিথিল করা হচ্ছে৷ যেমন এতদিন শুধু পরিবার বা নিজস্ব বাসস্থানের বাকি সদস্যদের সঙ্গে প্রকাশ্যে বের হবার অনুমতি ছিল৷ কিন্তু সার্বিকভাবে সংক্রমণের হার কমে যাওয়ায় এবার অন্য একটি পরিবারের কোনো সদস্যের সঙ্গেও মেলামেশার অনুমতি দেওয়া হচ্ছে৷ এ ক্ষেত্রে সংক্রমণ ঘটলে সহজেই তার গতিপ্রকৃতি জানা যাবে৷
দোকানবাজার খোলার ক্ষেত্রেও প্রাথমিক বাধানিষেধ তুলে নেওয়া হচ্ছে৷ অর্থাৎ দোকানের আয়তনের ক্ষেত্রে ৮০০ বর্গমিটারের শর্ত আর কার্যকর হচ্ছে না৷ কিন্ডারগার্টেন খোলার প্রশ্নেও কিছু মৌলিক বিধিনিয়ম স্থির করে দিয়েছেন ম্যার্কেল ও মুখ্যমন্ত্রীরা৷ তার ভিত্তিতে রাজ্যগুলি নিজস্ব সিদ্ধান্ত নেবে৷ জার্মান ফুটবল লিগ বুন্ডেসলিগা-ও মে মাসে সীমিত আকারে চালু হবে৷
এসবি/কেএম