1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনাকালে রাশিয়ার বড়লোকদের কারবার

২৯ মে ২০২০

করোনা সংকটের কারণে বিশ্বের বেশিরভাগ মানুষ ঘরে বসে থাকলেও রাশিয়ার বড়লোকেরা চুটিয়ে ঘুরে বেড়িয়েছেন৷ আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ থাকার সময়েও প্রাইভেট জেটে ঘুরে বেড়াচ্ছেন তারা!

https://p.dw.com/p/3cwqB
প্রাইভেট জেট
ছবি: picture-alliance/B. Stanley

করোনার প্রাদুর্ভাবের কারণে বিশ্বের প্রায় সব আন্তর্জাতিক এয়ারলাইন্স বন্ধ থাকলেও এ সময়ে বিশেষ প্রয়োজনে কিছু প্রাইভেট জেট চলেছে৷ লকডাউন শুরুর পর চীনের নাগরিকদের যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা এবং যুক্তরাষ্ট্রের ধনাঢ্য ব্যবসায়ীদের বিমানে চড়ে অবকাশযাপন কেন্দ্রে যাওয়ার খবর সংবাদ মাধ্যমে এসেছে৷ এ সময় রাশিয়ার ধনকুবেররা পছন্দ মতো জায়গায় ঘুরে বেড়িয়েছেন প্রাইভেট জেটে চড়ে৷ প্রতিটি টিকিটের জন্য ব্যয় করেছেন ১৬ হাজার থেকে ২৫ হাজার ইউরো৷অর্থাৎ, কমপক্ষে ১৩ জনের ভাড়া একাই দিয়েছেন তারা৷

৮০টি প্রাইভেট জেট বিমান সংস্থার তথ্য বলছে, গত মার্চে রাশিয়া থেকে জেট বিমানের ২৫০ টি ফ্লাইট গেছে বিভিন্ন গন্তব্যে৷ এপ্রিলে গেছে ৬১টি ফ্লাইট৷ ওই সময়ে রাশিয়ায় করোনার পরিস্থিতি খুব বেশি খারাপ ছিল না৷ মে মাসের শুরু থেকে পরিস্থিতি খারাপ হতে হতে এখন সেখানে ভয়াবহ অবস্থা৷সংক্রমণের দিক থেকে রাশিয়া এখন তৃতীয় স্থানে৷ কিন্তু এমন সময়েও রাশিয়ার বড় লোকদের মধ্যে জেট বিমানে চড়ে দেশের বাইরে যাওয়ার প্রবণতা আবার বাড়ছে৷ ১ থেকে ২৬ মে পর্যন্ত রাশিয়া থেকে প্রাইভেট জেটের মোট ১০৭টি ফ্লাইট গেছে ফ্রান্স, স্পেন, সাইপ্রাস, ব্রিটেনসহ ইউরোপের কয়েকটি দেশে৷ নিজের দেশে সংক্রমণ বাড়ছে বলে ভিনদেশে নিজের বিলাসবহুল বাড়িতে থাকাই নাকি নিরাপদ মনে করছেন রাশিয়ার ধনকুবেররা৷

এসিবি /কেএম (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য