1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনাকে টাইপরাইটার উপহার দিলেন টম হ্যাংকস

২৪ এপ্রিল ২০২০

অস্ট্রেলিয়ার এক বালকের চিঠির জবাবে আস্ত একটা টাইপরাইটার উপহার দিলেন হলিউড অভিনেতা টম হ্যাংকস৷ নাম করোনা হওয়ায় ছেলেটি স্কুলে ব্যাঙ্গ-বিদ্রুপের পাত্র হচ্ছে৷

https://p.dw.com/p/3bLwn
ছবি: picture-alliance/AP/Invision/J. Strauss

নামে কী বা এসে যায়! শেক্সপিয়ার এ কথা বলে গেলেও বাস্তবে নামের কারণে অনেক মানুষকেই ফ্যাসাদে পড়তে হয়৷ করোনো-সংকটের সময় তা হাড়ে হাড়ে টের পাচ্ছে অস্ট্রেলিয়ার এক শিশু৷ তার একটাই দোষ৷ দোষ ঠিক তার নয়, দায়টা আসলে তার বাবা-মা-র কাঁধে গিয়ে পড়ে৷ কারণ, তাঁরাই নামকরণ করেছিলেন৷ জন্মের পর ছেলের নাম রেখেছিলেন ‘করোনা’৷ তখন তো আর কারো জানা ছিল না, যে কোনো এক সময়ে করোনা ভাইরাস গোটা বিশ্ব অচল করে দেবে!

যা-ই হোক, করোনা ডি ভ্রিস-এর জীবন স্বাভাবিক ছন্দেই চলছিল৷ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের গোল্ড কোস্ট এলাকায় তার বাড়ি৷ আট বছর বয়সে বাধ সাধলো করোনা-সংকট৷ আচমকা সে ব্যাঙ্গ-বিদ্রুপের পাত্র হয়ে উঠলো৷ মনের দুঃখে সে হলিউড অভিনেতা টম হ্যাংকস-কে আবেগভরা বার্তা পাঠালো৷ উল্লেখ্য, মার্চ মাসে একই এলাকায় শুটিংয়ের সময়ে টম হ্যাংকস ও তাঁর স্ত্রী রিটার শরীরে কোভিড-১৯ ধরা পড়েছিল৷ দুই সপ্তাহ কোয়ারান্টাইনের পর তাঁরা সুস্থ অবস্থায় স্বাভাবিক জীবনে ফিরে যান৷

বালক করোনা টম হ্যাংকস-কে লিখেছিল, ‘‘খবরে শুনলাম তুমি আর তোমার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছো৷ তোমরা ভালো আছো তো?’’ সেইসঙ্গে সে মনের দুঃখে লিখেছিল যে, নিজের নাম তার ভালো লাগলেও স্কুলে আজকাল অনেকে তাকে ‘করোনা ভাইরাস' নামে ডাকছে৷ ফলে তার খুব দুঃখ ও রাগ হচ্ছে৷

টম হ্যাংকস বালক করোনার চিঠির উত্তরে লিখেছেন, ‘‘তোমার চিঠি পেয়ে আমার স্ত্রী ও আমি খুব খুশি হয়েছি৷ জানো, তুমি ছাড়া করোনা নামের অন্য কোনো মানুষকে আমি চিনি না৷ ঠিক যেন সূর্যের চারিদিকের বলয়, মুকুটের মতো৷’’

হাতে নয়, টাইপরাইটারের সাহায্যে টম হ্যাংকস সেই চিঠি লিখেছিলেন৷ আবার যে সে টাইপরাইটার নয়, কোম্পানির নামও করোনা! শুধু তাই নয়, সেই টাইপরাইটারটি উপহার হিসেবে করোনাকে পাঠালেন তিনি৷ চিঠিতে আরো লিখলেন, ‘‘ভাবলাম, এই টাইপরাইটার তোমার কাজে লাগবে৷ বড় কারো কাছে জেনে নিয়ো কীভাবে এটা ব্যবহার করতে হয়৷ তারপর এই টাইপরাইটার ব্যবহার করে আমাকে চিঠি লিখো৷’’ শেষে হাতে লেখা একটা বাক্য যোগ করে অস্কার-জয়ী হলিউড অভিনেতা জানান, তিনি করোনার বন্ধু হয়ে গেলেন৷ 

কম্পিউটার ও স্মার্টফোনের এই যুগেও টম হ্যাংকস বেশ কয়েকটি টাইপরাইটার নিয়ে ঘুরে বেড়ান৷ এবার সেই সংগ্রহ থেকে একটি কমে গেল৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য