করোনার কারণে জার্মানিতে শরণার্থী গ্রহণ স্থগিত
২১ মার্চ ২০২০বিজ্ঞাপন
ফলে তুরস্ক ও জার্মানির মধ্যে চালু থাকা পুনর্বাসন চুক্তির বাস্তবায়ন আপাতত স্থগিত থাকবে৷ এই চুক্তির আওতায় ২০১২ সাল থেকে এখন পর্যন্ত জার্মানি প্রায় পাঁচ হাজার শরণার্থী গ্রহণ করেছে৷ এর মধ্যে লেবাননে বসবাসরত সিরীয় শরণার্থী এবং সুদানের মতো সংকটপূর্ণ অঞ্চলের শরণার্থীরা রয়েছেন৷
‘যখন সম্ভব' হবে তখন আবার এই চুক্তি বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছে জার্মানি৷
অবশ্য সীমান্ত বন্ধ থাকলেও শরণার্থী শিশুদের গ্রহণ করা হবে বলে জানা গেছে৷
এদিকে, জার্মানির উন্নয়ন সাহায্য বিষয়ক মন্ত্রী গ্যার্ড ম্যুলার আউগসবুর্গার আলগেমাইনে পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে কোভিড -১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে উন্নয়নশীল দেশগুলিতে এবং সিরিয়ার আশেপাশের সংকটময় অঞ্চলে স্বাস্থ্য অবকাঠামো আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন৷
এনএস/জেডএইচ (কেএনএ, ইপিডি, ডিপিএ, এএফপি)