1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনার থাবায় আমেরিকায় এক কোটি বেকার

২ এপ্রিল ২০২০

যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ বৃহস্পতিবার জানিয়েছে, ৬৬ লাখের বেশি মার্কিন নাগরিক গত সপ্তাহে বেকারত্ব ভাতার জন্য আবেদন করেছেন৷ এর আগে গত সপ্তাহে ৩৩ লাখ মানুষের আবেদনের কথা জানানো হয়েছিল৷

https://p.dw.com/p/3aNB7
ছবি: picture-alliance/AP Photo/B. Matthews

ফলে সবমিলিয়ে এখন পর্যন্ত প্রায় এক কোটি মানুষ বেকারত্ব ভাতার জন্য় আবেদন করলেন৷ বেকারত্ব ভাতার আবেদন সাধারণত চাকরি থেকে ছাঁটাইয়ের বিষয়টি প্রতিফলিত করে৷


করোনার কারণে যুক্তরাষ্ট্রের প্রায় দুই-তৃতীয়াংশ মানুষকে ঘরে থাকতে নির্দেশ দেয়া হয়েছে৷ এই অবস্থায় টিকে থাকতে রেস্তরাঁ, হোটেল, ব্যায়ামগার, সিনেমা হলের মতো প্রতিষ্ঠানগুলো কর্মী ছাঁটাই করছে৷

অনেক অর্থনীতিবিদ আশঙ্কা করছেন, এপ্রিলের শেষ নাগাদ বেকারের সংখ্যা প্রায় দুই কোটি হতে পারে৷ 

২০০৭ সালের ডিসেম্বর থেকে ২০০৯ সালের জুন পর্যন্ত চলা আর্থিক মন্দার (গ্রেট রিসেশন) সময় যুক্তরাষ্ট্রে প্রায় ৮৭ লাখ মানুষ চাকরি হারিয়েছিলেন৷ অর্থাৎ করোনার কারণে সংখ্য়াটি এবার দ্বিগুনের বেশি হতে পারে৷

করোনার প্রভাব কমাতে গত সপ্তাহে ২.২ ট্রিলিয়ন ডলারের আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র৷ 

জেডএইচ/কেএম (এপি)

দেখুন ২০ মার্চের ছবিঘর...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান