করোনার বিরুদ্ধে যুদ্ধের নায়ক
১৬ এপ্রিল ২০২০জার্মানির বার্লিনের একটি শরণার্থী শিবিরের পরিচালক গ্রিগস৷ তার শিবিরে দুই শতাধিক মানুষ রান্নাঘর ও শৌচাগার ভাগ করে ব্যবহার করে৷ কিভাবে তারা সেখানে শারীরিক দূরত্ব বজায় রাখবেন- এই চিন্তায় গত কয়েক সপ্তাহ ধরে গ্রিগস রাতে ঘুমাতে পারছেন না৷
তিনি বলেন, ‘‘তাদের জন্য শারীরিক দূরত্ব বজায় রাখা সত্যি খুব কঠিন৷ প্রতিদিন সকালে তাদের কারো পাশে দাঁড়িয়ে দাঁত মাজতে হয়৷ খাবার রান্না বা খাওয়া সবই করতে হয় অন্যদের সঙ্গে৷''
গ্রিগসের শিবিরে অল্প কয়েকটি পরিবার আলাদা অ্যাপার্টমেন্ট পেয়েছে৷ তাদের আলাদা রান্নাঘর বা শৌচাগার আছে৷ সেখানে গড়ে ১৬ জনকে একই রান্নাঘর ও শৌচাগার ব্যবহার করতে হয়৷ এ অবস্থায় ঝুঁকি কমাতে বাসিন্দাদের সবসময় মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে৷ আর রান্নাঘর ব্যবহারে প্রত্যেককে আলাদা সময় বেঁধে দেওয়া হয়েছে৷
গ্রিগস বলেন, ‘‘এমনিতেই এসব কারো সঙ্গে ভাগ করা কঠিন৷ তার উপর এখন তাদের প্রতিবেশীর বোধবুদ্ধি সম্পন্ন আচরণের উপরও নির্ভর করতে হচ্ছে৷''
ঝুঁকিপূর্ণ জীবনের কারণেই এসব মানুষ শরণার্থী শিবিরে থাকে৷ যদিও তাদের অনেকেই এখন কম-বেশি স্বাধীন এবং নিজেদের বাড়ি ভাড়া নিজেরাই যোগাড় করেন৷ কিন্তু কারো কারো সাহায্যের প্রয়োজন হয়৷ শিবিরে আশ্রয় নেওয়া কয়েকজন অসুস্থ৷ কেউ কেউ শারীরিক বা মানসিক প্রতিবন্ধী৷ কেউ এখনো ফেলে আসা জীবনের ভয়াবহ অভিজ্ঞতা ভুলতে পারছেন না, ভুগছেন অবসাদে৷ করোনা সংকটে তাদের জীবন আরো বেশি ঝুঁকির মধ্যে পড়ে গেছে বলে মনে করেন গ্রিগস৷
বলেন, ‘‘তাদের জন্য আমার কষ্ট হয়৷ আমরা সব সময় তাদের ঝুঁকি হ্রাসের চেষ্টা করে যাচ্ছি৷''
তবে এত চেষ্টার পরও গ্রিগস শিবিরে করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা উড়িয়ে দিতে পারছেন না৷ ওই দুঃসময়ের জন্য তিনি প্রস্তুতিও নিয়ে রেখেছেন৷
তিনি কয়েকটি শিবিরের কক্ষ খালি করে সেগুলোতে আইসোলেশন ও কোয়ারান্টিনের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করেছেন৷ সেখানে এখন পর্যন্ত একজন সর্দি-কাশি-জ্বরে আক্রান্তে হয়েছেন৷ তবে সৌভাগ্যবশত পরীক্ষায় তার করোনা সংক্রমণ ধরা পড়েনি৷ তিনি বলেন, ‘‘তার ফল নেগেটিভ দেখে আমরা সবাই খুশিতে চিৎকার করেছি৷''
গ্রিগের শিবিরের শরণার্থীরা ২৫টি ভিন্ন দেশ থেকে এসেছেন৷ তাদের বেশিরভাগই মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও পূর্ব ইউরোপের দেশগুলো থেকে জার্মানিতে আশ্রয় নিয়েছেন৷ সবার ভাষা আলাদা৷
গ্রিগস নিজেও যুক্তরাজ্য বংশোদ্ভূত জার্মান৷ দীর্ঘমেয়াদী অসুখ থাকায় তিনি নিজে করোনা ভাইরাস সংক্রমণে ঝুঁকিপূর্ণদের দলে৷ ফলে এখন তিনি বাসায় বসেই নিজের দল পরিচালনা করছেন৷
সবার মধ্যে সহযোগিতার মনভাব বাড়াতে গ্রিগস তার শিবিরে ‘লিভ নো ওয়ান বিহাইন্ড' (কাউকে ফেলে যাবেন না) লেখা ব্যানার টানিয়ে দিয়েছেন৷ তিনি প্রত্যেক বাসিন্দার কাছে আলাদা আলাদা করে চিঠি পাঠিয়েছেন৷ চিঠিতে তিনি কোনো কারণে ভবন লকডাউন হলে কি করতে হবে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন৷ সেখান থেকে যারা এখনো কাজে যাচ্ছেন তারা ওই চিঠি সঙ্গে নিয়ে যান৷ নিজের শিবিরকে মিস করছেন জানিয়ে গ্রিগস বলেন, ‘‘সৌভাগ্যবশত আমার শিবিরের সবাই খুব ভালো৷ আমি তাদের মিস করছি৷ তাদের অধিকাংশকেই যুদ্ধ, নৃশংসতা, নির্যাতন, হত্যা, সমুদ্রের মৃত্যুর আতঙ্ক সহ্য করতে হয়েছে৷ তাই তারা মানসিকভাবে খুবই দৃঢ়৷''
বেন নাইট/এসএনএল/কেএম