1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনায় বাংলাদেশের চিকিৎসকের মৃত্যু

১৫ এপ্রিল ২০২০

করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম একজন চিকিৎসক মারা গেছেন৷ তিনি সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ছিলেন৷

https://p.dw.com/p/3av9a
ফাইল ছবিছবি: A. Goni

বুধবার সকাল পৌনে সাতটায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান৷ বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির উপপরিচালক লেফটেন্যান্ট কর্নেল এবিএম বেলায়েত হোসেন৷ তিনি বলেন, ‘‘কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে তিনি (সিলেটের চিকিৎসক) আমাদের এখানে এসেছিলেন৷ গত তিন দিন তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল৷ রেসপিরেটরি ফেইলিওরের কারণে আজ তার মৃত্যু হয়৷’’

গত ৫ এপ্রিল তার করোনা সংক্রমণ নিশ্চিত হওয়া যায়৷ সিলেটে নিজ বাসায় তিনি ‘আইসোলেশনে’ ছিলেন৷ ৭ এপ্রিল তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়৷ অবস্থার অবনতি হলে পরদিন বিকালে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়৷

কীভাবে তিনি সংক্রমিত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি৷ ওসমানী মেডিকেলের এই সহকারী অধ্যাপক সিলেটের ইবনে সিনা হাসপাতালেও নিয়মিত রোগী দেখতেন বলে জানা গেছে৷ তার বয়স ছিল প্রায় ৫০ বছর৷ 

এফএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য