কলকাতার মাঠে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারালো মেসির দল
২ সেপ্টেম্বর ২০১১ম্যাচকে ঘিরে যতটা আগ্রহের সৃষ্টি হয়েছিল, ম্যাচের শেষে দর্শকরা কিছুটা হলেও দমে গেছে৷ যে মানের খেলা তারা আশা করেছিল, ঠিক তেমন মানের খেলা দেখাতে পারে নি আর্জেন্টিনা৷ প্রতিপক্ষ হিসেবে কলকাতাকে অবাক করে দিয়েছে ভেনেজুয়েলা৷ মনে রাখতে হবে, দক্ষিণ অ্যামেরিকার ‘কোপা আমেরিকা' প্রতিযোগিতায় ভেনেজুয়েলা ব্রাজিলকে হারিয়ে সেমি ফাইনালে পৌঁছেছিল৷ অথচ বছর বারো আগে এই ভেনেজুয়েলারই ব়্যাংকিং ছিল ভারতেরও নিচে৷
শুক্রবারের ম্যাচে ৬৭ মিনিটের মাথায় একমাত্র গোলটি করেন নিকোলাস ওটামেন্ডি৷ বেশ কয়েকবার সুযোগ পেয়েও মেসি গোল করতে পারেন নি৷ তবে দক্ষিণ অ্যামেরিকা থেকে বেশ কয়েক হাজার কিলোমিটার দূরে কলকাতা শহরেও আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচকে ঘিরে এমন উন্মাদনা দেখা যেতে পারে, দুই দেশের প্রতিনিধিদল তা ভাবতে পারে নি৷
শুক্রবারের এই ম্যাচ ছিল ভারতের মাটিতে ফিফার প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচ, যাতে দু'টি আন্তর্জাতিক মানের টিম পরস্পরের মুখোমুখি হয়৷ এর আগে কয়েকটি বিদেশি দল ভারতে খেলতে এলেও তাদের প্রতিপক্ষ ছিল ভারতের জাতীয় দল৷
সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক