1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাবুলে ভেস্টারভেলে

১৪ জুন ২০১২

আফগানিস্তানের নিরাপত্তার ভবিষ্যৎ বিষয়ক এক অনুষ্ঠানে যোগ দিতে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ভেস্টারভেলে বৃহস্পতিবার আচমকা কাবুল সফরে গেছেন৷ স্থিতিশীলতার স্বার্থে আঞ্চলিক সহযোগিতার উপর জোর দিচ্ছেন অংশগ্রহণকারীরা৷

https://p.dw.com/p/15EWS
ছবি: picture-alliance/dpa

জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে এক অঘোষিত সফরে আফগানিস্তানের রাজধানী কাবুলে এসে পৌঁছেছেন৷ আফগান প্রেসিডেন্ট হামিদ কার্জাইয়ের সঙ্গে আলোচনায় তিনি সেদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে জার্মানির সহায়তার আশ্বাস দিয়েছেন৷ তিনি বলেন, আফগানিস্তানের নিরাপত্তা অনেকটাই নির্ভর করছে ভালো অর্থনৈতিক উন্নয়নের উপর৷ এটা করতে পারলে সন্ত্রাসবাদীরা সহজে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে পারবে না৷

Afghanistan Treffen in Deutschland Guido Westerwelle und Hamid Karzai
গত মে মাসে বার্লিনে ভেস্টারভেলে ও কার্জাইয়ের আলোচনা হয়েছিলছবি: picture-alliance/dpa

ভেস্টারভেলের আচমকা আফগানিস্তান সফরের একটা বিশেষ কারণও রয়েছে৷ কাবুলে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো আফগানিস্তানের ভবিষ্যৎ সম্পর্কে এক সম্মেলন, যার পোশাকি নাম ‘হার্ট অফ এশিয়া'৷ গত বছরের নভেম্বর মাসে তুরস্কের ইস্তানবুল শহরে প্রথমবার এই সম্মেলন আয়োজিত হয়েছিল৷ বৃহস্পতিবারের সম্মেলনে ৩০টি দেশের ৪২ জন প্রতিনিধি অংশ নিয়েছেন৷ এর মধ্যে আফগানিস্তান সংলগ্ন অঞ্চলের ১৫টি দেশও ছিল৷ সেখানে সম্মিলিতভাবে মোট সাতটি সিদ্ধান্ত নেওয়া হয়৷ তার মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ ও মাদক পাচারের বিরুদ্ধে সংগ্রাম, বিপর্যয় মোকাবিলা ও ত্রাণ, ব্যবসায়ীদের সংগঠনগুলির মধ্যে আরও সহযোগিতা, অবকাঠামোর উন্নয়ন এবং শিক্ষা ও বিজ্ঞান চর্চার উন্নতি৷

২০১৪ সালে আফগানিস্তান থেকে ন্যাটো বাহিনী চলে যাবার পর গোটা অঞ্চলের স্থিতিশীলতা কীভাবে রক্ষা করা যায়, তা এই সম্মেলনের মূল বিষয়৷ ভেস্টারভেলে বলেছেন, আফগানিস্তানের নিরাপত্তা অনেকটাই নির্ভর করছে প্রতিবেশী দেশগুলির সহায়তার উপর৷ আবার প্রতিবেশী দেশগুলির নিজেদের স্বার্থেই আফগানিস্তানে স্থিতিশীলতা অত্যন্ত জরুরি৷

কার্জাই এই সম্মেলনে প্রতিবেশী দেশগুলির সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতার পক্ষে সওয়াল করেন৷ তবে পাকিস্তানের ভূমিকার উপর যে কালো ছায়া রয়েছে, তা এই সম্মেলনেও কেটে যায় নি৷ পাকিস্তানের ভূখণ্ড থেকে আফগানিস্তানের উপর সন্ত্রাসী হামলা ও পাকিস্তানে তালেবানের দৌরাত্ম্যের বিষয়টি নিয়ে এখনো উত্তেজনা রয়ে গেছে৷ অন্যদিকে, গত বছর ন্যাটোর হামলায় পাকিস্তানি সৈন্যদের মৃত্যুর পর থেকে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেকটা শীতল হয়ে পড়েছে৷

আফগানিস্তান সফরে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ভেস্টারভেলে আফগান সেনা ও পুলিশ বাহিনীর হাতে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তরের বিষয়টিও তোলেন৷ আফগান সৈন্য ও পুলিশের প্রশিক্ষণের ক্ষেত্রে জার্মানি বহুকাল ধরেই সক্রিয় ভূমিকা পালন করে আসছে৷ ন্যাটো বাহিনীর প্রস্থানের পর যাতে নিরাপত্তার ক্ষেত্রে শূন্যতার সৃষ্টি না হয় এবং তালেবান সেই সুযোগে শক্তিশালী না হয়ে ওঠে, তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মনে করেন ভেস্টারভেলে৷

এসবি / ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য