1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানি আফগানিস্তান

১৩ মে ২০১২

জার্মানির সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্বের চুক্তি করবে আফগানিস্তান৷ আফগান সেনারা দেশের নিরাপত্তার আরও দায়িত্ব নেওয়ার আগে এই কথা জানানো হলো৷ এদিকে কাবুলে আততায়ীর হাতে নিহত হয়েছেন দেশটির শান্তি পরিষদের এক উচ্চপদস্থ আলোচক৷

https://p.dw.com/p/14udI
ছবি: dapd

জার্মান আফগানি চুক্তি

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের মুখপাত্র আইমাল ফাইজি রোববার এক সংবাদ সম্মেলনে জার্মানির সঙ্গে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব নিয়ে সম্ভাব্য চুক্তির কথা জানিয়েছেন৷ তিনি আরও জানিয়েছেন, আগামি ২০১৪ সালে বিদেশি বাহিনী আফগানিস্তান ত্যাগ করার পরও দেশটিকে সহায়তা প্রদান অব্যাহত রাখতে চায় জার্মানি৷ সম্ভাব্য চুক্তি সেই বিষয়ে, তেমন ইঙ্গিত দিয়েছেন আফগান মুখপাত্র৷ তবে কখন চুক্তি হবে সেটি নির্দিষ্ট করে তিনি বলেননি৷ উল্লেখ্য, আগামী মঙ্গলবার জার্মানি সফর করবেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই৷ জার্মানি সফর শেষে অ্যামেরিকার শিকাগোতে ন্যাটোর বৈঠকে যোগ দেবেন তিনি৷

Früherer Taliban-Minister und heutige Senator Maulawi Arsala Rahmani
রবিবার সকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আরসালা রাহমানিছবি: picture-alliance/dpa

নিরাপত্তার দায়িত্ব

তার আগে রোববার কারজাই ঘোষণা করেছেন, আফগানিস্তানের নিরাপত্তার বেশি দায়িত্ব এখন থেকে আরও বেশি করে আফগান সেনাদের হাতে তুলে দেওয়া হবে৷ তাঁর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন করে যেসব এলাকায় নিরাপত্তা দায়িত্ব আফগান সেনারা তুলে নেবে তার মধ্যে রয়েছে কাপিসা প্রদেশ৷ এখানে ফরাসি সেনাদের ঘাঁটি অবস্থিত৷ উল্লেখ্য, নবনির্বাচিত ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ ঘোষণা করেছিলেন যে চলতি বছরের মধ্যেই আফগানিস্তান থেকে ফরাসি সেনাদের ফিরিয়ে আনা হবে৷ বর্তমানে দেশটিতে ৩,৪০০ সেনা রয়েছে৷ উল্লেখ্য, মোট পাঁচটি ধাপে বিদেশি বাহিনীর হাত থেকে নিরাপত্তার দায়িত্ব তুলে নেবে আফগান বাহিনী৷

শান্তির দূত নিহত

এদিকে আফগানি বাহিনীর নিরাপত্তা গ্রহণের আগে আবারও হোঁচট খেয়েছে কারজাইয়ের শান্তি আলোচনা প্রক্রিয়া৷ তার অন্যতম দূত আরসালা রাহমানি আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছেন৷ বার্তা সংস্থাগুলোর খবর, রোববার বাসা থেকে বের হওয়ার পরপরই একটি চলন্ত গাড়ি থেকে রাহমানিকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়৷ উল্লেখ্য, সাবেক তালেবান সরকারের সময় উচ্চশিক্ষা মন্ত্রী ছিলেন আরসালা রাহমানি৷ কারজাইয়ের পক্ষ থেকে সম্প্রতি তিনি একাধিক তালেবান নেতার সঙ্গে যোগাযোগ করেছিলেন, এমন খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি৷ এদিকে তাঁর হত্যাকাণ্ডের সঙ্গে কোন ধরণের সংশ্লিষ্টতার খবর উড়িয়ে দিয়েছেন তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহেদ৷

অন্যদিকে শনিবার আফগান সেনার গুলিতে দুই ব্রিটিশ সেনা প্রাণ হারিয়েছে৷ রোববার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়ে, হেলমান্দ প্রদেশে আফগান নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে তাদেরই প্রশিক্ষক দুই ব্রিটিশ সেনা৷ এই নিয়ে আফগানিস্তানে প্রাণ হারালো মোট ৪১০ জন ব্রিটিশ সেনা৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (এএফপি, রয়টার্স, ডিপিএ)

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য